Wednesday, November 12, 2025

যতই ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করুক বিজেপি, বাংলা মাথা নত করবে না।মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বাংলার মানুষ বিজেপিকে বিদায় করবে। আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই লড়াইয়ে পথ দেখাবে বাংলার ছাত্র-যুবরা। বৃহস্পতিবার বেহালার শরৎ সদনে দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়ের সমর্থনে ছাত্র- যুব সমাবেশ থেকে এই বার্তাই দিলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। অন্যদিকে, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সভায় উপস্থিত ছাত্র-যুবদের সামনে রাজ্য ও কেন্দ্রের দুই সরকারের মধ্যে ৫০০ টাকার পার্থক্য তুলে ধরেন। বলেন, মোদি সরকার রান্নার গ্যাসের দামে ৫০০ টাকা বাড়িয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বাড়িয়েছে। এই তফাতটা মানুষকে বুঝিয়ে বলতে হবে।

এদিনের সভায় প্রার্থী মালা রায়, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার, তারক সিং, মণীশ গুপ্ত, তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ স্থানীয় পুর- প্রতিনিধিরা। সভায় ছাত্র-যুবকে স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার বার্তা দেন ফিরহাদ হাকিম। বলেন, নিজের এলাকায় মমতা বন্দ্যপাধ্যায়ের আদর্শ ছড়িয়ে দিতে হবে। বিজেপি-সিপিএমের অন্যায় ও কংগ্রেসের অপদার্থতার প্রতিবাদে ছাত্র-যুবকে পথে নামার ডাক দেন কুণাল ঘোষও।



Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version