Sunday, November 16, 2025

Exclusive: আমিও প্রচার করছি, কোথাও মহিলাদের ‘রিঅ্যাক্ট’ করতে দেখিনি: পাল্টা জবাব কাঞ্চনের

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) প্রচারগাড়ি থেকে নামিয়ে দেওয়ার তাঁকে নামিয়ে দেওয়ার পরেই পাল্টা জবাব দিলেন বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। প্রার্থীর অভিযোগের জবাবে পাল্টা ‘বিশ্ব বাংলা সংবাদ’-কে কাঞ্চন স্পষ্ট জানালেন, তিনি বিভিন্ন জায়গায় প্রচার করছেন, কোথাও দেখেননি তাঁকে দেখে কেউ রিঅ্যাক্ট করেছেন! কাঞ্চনের কথায়, “দলীয় কর্মসূচি ছিল। দলীয় প্রচারেই গিয়েছিলাম“।

বৃহস্পতিবার, কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল (TMC) প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচারে বের হন কাঞ্চন (Kanchan Mallik)। কিন্তু তাঁকে নিয়ে প্রচার করতে রাজি হননি কল্যাণ। উত্তরপাড়ার বিধায়ককে নেমে যেতে বলেন। কাঞ্চনও গাড়ি থেকে নেমে দলীয় কর্মীর বাইকে করে বেরিয়ে যান। এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জিজ্ঞাসা করা হলেন, কাঞ্চন স্পষ্ট জানান, এর আগেও প্রার্থীর সঙ্গে প্রচার করেছেন। কোথাও কোনও মহিলাকে রিঅ্যাক্ট করতে দেখেননি। সেই কারণে কল্যাণ কেন এই অভিযোগ করলেন, সেটা তাঁর জানা নেই। তবে, দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন। সেখানে যদি প্রার্থীর মনে হয়, উনি তাঁকে ছাড়া প্রচার করবেন, সেটা তাঁর স্ট্র্যাটিজি- মন্তব্য কাঞ্চনের।  বিধায়কের কথায়, তিনি উত্তরপাড়া, কোন্নগর-সহ বিভিন্ন জায়গায় প্রচার গিয়েছেন। কোথাও তাঁকে ঘিরে মহিলারা ক্ষোভ দেখাননি। কেউ রিঅ্যাক্ট করেনি।

এদিন কল্যাণ অভিযোগ করেছেন, “আমার সঙ্গে প্রচারে শুধু কেন থাকছে? একজন বিধায়ক সে তো নিজেও প্রচার করতে পারে সেখানে তো করছে না।“ এই অভিযোগ উড়িয়ে কাঞ্চন জানান, তাঁর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় তিনি প্রচার করছেন, দেওয়াল লিখছেন। তাঁর ভিডিও-ও তিনি পোস্ট করেছেন। শ্রীরামপুর লোকসভার অধীন ৭টি বিধানসভায় অন্যান্য বিধায়করা কীভাবে প্রচার করছেন, তাঁর জানা নেই কিন্তু কাঞ্চন নিজে দলীয় প্রার্থীর সমর্থনে জোরদার প্রচার চালাচ্ছেন বলে জানান।

এই ঘটনার কথা কী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন কাঞ্চন? স্পষ্ট উত্তরপাড়ার বিধায়ক জানান, না। এই সব উনি কোনও নেতৃত্বকে জানাবেন না। কাঞ্চনের সংযোজন, কল্যাণের সঙ্গে তাঁর কোনও বাদানুবাদ বা বিচার কোনও বচসা হয়নি। এর আগেও উনি কল্যাণের সঙ্গে প্রচার করেছেন।




spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...