Thursday, November 13, 2025

Exclusive: আমিও প্রচার করছি, কোথাও মহিলাদের ‘রিঅ্যাক্ট’ করতে দেখিনি: পাল্টা জবাব কাঞ্চনের

Date:

সুমন করাতি, হুগলি

তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) প্রচারগাড়ি থেকে নামিয়ে দেওয়ার তাঁকে নামিয়ে দেওয়ার পরেই পাল্টা জবাব দিলেন বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। প্রার্থীর অভিযোগের জবাবে পাল্টা ‘বিশ্ব বাংলা সংবাদ’-কে কাঞ্চন স্পষ্ট জানালেন, তিনি বিভিন্ন জায়গায় প্রচার করছেন, কোথাও দেখেননি তাঁকে দেখে কেউ রিঅ্যাক্ট করেছেন! কাঞ্চনের কথায়, “দলীয় কর্মসূচি ছিল। দলীয় প্রচারেই গিয়েছিলাম“।

বৃহস্পতিবার, কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল (TMC) প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচারে বের হন কাঞ্চন (Kanchan Mallik)। কিন্তু তাঁকে নিয়ে প্রচার করতে রাজি হননি কল্যাণ। উত্তরপাড়ার বিধায়ককে নেমে যেতে বলেন। কাঞ্চনও গাড়ি থেকে নেমে দলীয় কর্মীর বাইকে করে বেরিয়ে যান। এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জিজ্ঞাসা করা হলেন, কাঞ্চন স্পষ্ট জানান, এর আগেও প্রার্থীর সঙ্গে প্রচার করেছেন। কোথাও কোনও মহিলাকে রিঅ্যাক্ট করতে দেখেননি। সেই কারণে কল্যাণ কেন এই অভিযোগ করলেন, সেটা তাঁর জানা নেই। তবে, দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন। সেখানে যদি প্রার্থীর মনে হয়, উনি তাঁকে ছাড়া প্রচার করবেন, সেটা তাঁর স্ট্র্যাটিজি- মন্তব্য কাঞ্চনের।  বিধায়কের কথায়, তিনি উত্তরপাড়া, কোন্নগর-সহ বিভিন্ন জায়গায় প্রচার গিয়েছেন। কোথাও তাঁকে ঘিরে মহিলারা ক্ষোভ দেখাননি। কেউ রিঅ্যাক্ট করেনি।

এদিন কল্যাণ অভিযোগ করেছেন, “আমার সঙ্গে প্রচারে শুধু কেন থাকছে? একজন বিধায়ক সে তো নিজেও প্রচার করতে পারে সেখানে তো করছে না।“ এই অভিযোগ উড়িয়ে কাঞ্চন জানান, তাঁর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় তিনি প্রচার করছেন, দেওয়াল লিখছেন। তাঁর ভিডিও-ও তিনি পোস্ট করেছেন। শ্রীরামপুর লোকসভার অধীন ৭টি বিধানসভায় অন্যান্য বিধায়করা কীভাবে প্রচার করছেন, তাঁর জানা নেই কিন্তু কাঞ্চন নিজে দলীয় প্রার্থীর সমর্থনে জোরদার প্রচার চালাচ্ছেন বলে জানান।

এই ঘটনার কথা কী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন কাঞ্চন? স্পষ্ট উত্তরপাড়ার বিধায়ক জানান, না। এই সব উনি কোনও নেতৃত্বকে জানাবেন না। কাঞ্চনের সংযোজন, কল্যাণের সঙ্গে তাঁর কোনও বাদানুবাদ বা বিচার কোনও বচসা হয়নি। এর আগেও উনি কল্যাণের সঙ্গে প্রচার করেছেন।




Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version