প্রচারের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি কাঞ্চন-পত্নী শ্রীময়ী!

0
2

বৃহস্পতিবার সকাল থেকেই সময়টা ভাল যাচ্ছে না অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick)। সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে গিয়ে চরম অপমানিত হতে হয়েছে। সেই রেষ কাটার আগেই খারাপ খবর পেলেন অভিনেতা। হাসপাতালে ভর্তি কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyi Chattaraj)।

ঠিক কী হয়েছে কাঞ্চন পত্নীর? অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর ডিহাইড্রেশনের জেরে অসুস্থ হয়ে পরেন শ্রীময়ী। শনিবার রাত থেকেই শরীর খারাপ ছিল। এই গরমে শুটিং ফ্লোরে কাজ করতে করতেই মাথা ঝিমঝিম শুরু হয় তাঁর। রবিবার বাড়াবাড়ি হয়। পেটে অসহ্য ব্যথা, রক্তচাপ ও সুগারও কমে কেলেঙ্কারি কাণ্ড ঘটায় আর দেরি না করে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন পরিবারের লোকেরা।