Thursday, August 21, 2025

বিচারপতি হয়ে সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন, দেবাংশুর সঙ্গে লড়ে দেখান: অভিজিৎকে চ্যালেঞ্জ মমতার

Date:

লোকসভা নির্বাচনে নজরে তমলুক। কারণ এখানে বিজেপি প্রার্থী বিচারপতির পদে ইস্তফা দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। তাঁর বিপক্ষে তৃণমূল (TMC) প্রার্থী করেছে যুবনেতা দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya)। বৃহস্পতিবার তমলুকের প্রার্থী দেবাংশুর সমর্থনে প্রচারে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, ”আগে দেবাংশুর সঙ্গে লড়ুন, তার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করবেন। আমরা এখানে অন্য প্রার্থী দিইনি ইচ্ছে করি। ছাত্র-যুবরা, যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের সঙ্গে নিয়ে দেবাংশু লড়বে এখানে।” চাকরি বাতিল নিয়ে অভিজিৎকে তুলোধনা করেন মমতা।

মমতা বলেন, ”এখানে যিনি বিজেপি (BJP) প্রার্থী তিনিই প্রথম সই করেছিলেন চাকরি যাওয়ার কাগজে। উনি বিচারপতির আসনে বসে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতেন। নিজেই বলেছিলেন যোগাযোগ রাখতেন। তো এঁকে আমি কী বলব, যিনি বিচারকের আসনে বসে বিজেপি করতেন! তাকে বিতাড়িত করে দিন। আর তার নামটাও ঠিক করে দিন।”

নাম না করে প্রাক্তন বিচারপতিকে তীব্র আক্রমণ করে তৃণমূল সভানেত্রী বলেন, ”আমাকে পদত্যাগ করতে বলার আগে নিজে দেহত্যাগ করুন! আগে নিজের লজ্জা ঢাকুন আপনি বিচারালয়ের কলঙ্ক।” মমতার কথায়, ”এখানকার বিজেপি প্রার্থী তো একেবারে মহানুভব প্রার্থী। ঈশ্বরের ঠিক পরেই নাকি আবার ঈশ্বরের উপরে? বিচারপতির আসনে বসে বিজেপির (BJP) সঙ্গে ফোনে কথা বলতেন, নিজেই বলেছেন। বিচারপতি হয়ে সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন। প্রার্থী হয়ে উনি ভাবছেন, এটাও বিচারালয়। কী বলব তাঁকে? আপনারা নাম বলবেন। তাঁকে বিতাড়িত করে দিন। আপনি বিচারব্যবস্থার কলঙ্ক। ছিলেন বিকাশরঞ্জনের জুনিয়র। এখন গদ্দারের সিনিয়র। আগে দেবাংশুর সঙ্গে লড়ুন, তার পর মমতাকে গালাগালি করবেন। আমরা এখানে অন্য প্রার্থী দিইনি ইচ্ছে করি। ছাত্র, যুবদের চাকরি খেয়েছেন, ছেড়ে দেব?”

তৃণমূল সুপ্রিমো বলেন, জেনে বুঝেই তিনি এই কেন্দ্রে দেবাংশুকে প্রার্থী করেছেন। তাঁর কথায়, ”দেবাংশুকে বলব, এই তমুলক থেকে যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের পরিবারকে সামনে এনে দুঃখের কথা বলো। মানুষের কথা বলো। ওদের সঙ্গে চলো।”




Related articles

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...
Exit mobile version