Wednesday, August 27, 2025

সরকার বিরোধী বিক্ষোভে সমর্থন দেওয়ায় প্রখ্যাত র‍্যাপারকে মৃত্যুদণ্ড দিল ইরান

Date:

২০২২-২৩ সালে ইরানে মাহসা আমিনীর মৃত্যু ও নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে চলা বিক্ষোভে সমর্থন দেওয়ার অভিযোগে এক র‍্যাপ শিল্পীকে মৃত্যদন্ড দিয়েছে ইরানের আদালত। গানে গানে সরকার বিরোধী বিক্ষোভে সমর্থন এবং দুর্নীতি ও দমনপীড়নের প্রতিবাদকারী ওই র‌্যাপ শিল্পীর নাম তুমাজ সালেহি। তার আইনজীবী আমির রেসিয়ান বলেছেন, এই মৃত্যুদণ্ড জারির বিরুদ্ধে আপিল করবেন তুমাজ। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি ইরানি কর্তৃপক্ষ।

তেহরানে হিজাবকাণ্ডে আটক কুর্দি তরুণী মাহসা আমিনি পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় ২০২২ সালে ইরান জুড়ে যে সরকার বিরোধী তুমুল বিক্ষোভ-আন্দোলন হয়েছে, তার সমর্থক ছিলেন প্রখ্যাত র‌্যাপ শিল্পী তুমাজ সালেহি। তার আইনজীবী জানান, সালেহি তার গানে গানে সরকার বিরোধী আন্দোলনে সমর্থন করেন এবং তা নিয়ে জনসম্মুখে বিবৃতি দেন। এই কারণে ওই বছরের অক্টোবরে গ্রেফতার হন।গত বছর নভেম্বরে তিনি জামিনে মুক্তি পেলেও কয়েকদিনের মাথায় ফের তাকে গ্রেফতার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ভিডিও পোস্ট করার অভিযোগে।

এর আগে ইরানি সুপ্রিম কোর্টের এক রুলিংয়ের কারণে তাকে মৃত্যুদণ্ড দিতে না পারলেও ২০২৩ সালের জুলাইয়ে বেশ কয়েকটি অভিযোগে সালেহিকে ৬ বছর ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।তবে চলতি বছরের জানুয়ারিতে ইসফাহানের বিপ্লবী আদালত সালেহির আগের সব অভিযোগ ছাড়াও নতুন কিছু অভিযোগে অভিযুক্ত করে। এসব অভিযোগে তার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে ওই আদালত। তবে ইরানের বিচার বিভাগ এখনও সাজা নিশ্চিত করেনি। রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য সালেহির কাছে ২০ দিন সময় আছে। এই সময়ের মধ্যেই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।২০২২ সালের সরকারবিরোধী আন্দোলনের আগে থেকেই প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে সালেহি তার গানের মাধ্যমে ইরানের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং ভিন্নমত দমন-পীড়নের সমালোচনা করতেন। ইরান সরকার এক পর্যায়ে তাকে যে কোনও গানের কনসার্টে নিষিদ্ধ ঘোষণা করলেও সামাজিক মাধ্যমে গান প্রকাশ করেই নিজের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন সালেহি।




Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version