আজ জুন-দেবাংশুর সমর্থনে প্রচার মমতার, পুরুলিয়ায় দলীয় বৈঠকে অভিষেক

পূর্ব মেদিনীপুর জেলায় ভোটপ্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার তমলুক লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) হয়ে প্রচার সারবেন তিনি। মহিষাদল বিধানসভা এলাকায় হবে সভা। দিন কয়েক আগেই হলদিয়ায় এসে তমলুক লোকসভা সাংগঠনিক জেলা তৃণমূলের সঙ্গে ঘরোয়া বৈঠক করে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই দেবাংশুর সমর্থনে এদিন প্রচার সারবেন মমতা। এই আসনে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়া এদিন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এদিন আরও একটি সভা করবেন দলনেত্রী। সেখানে তৃণমূল প্রার্থী তথা মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার (June Maliya) সমর্থনে প্রচারসভা হবে। এই আসনে জুনের লড়াই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে।

তবে শুধু মমতাই নন, এদিন প্রস্তুতি খতিয়ে দেখতে পুরুলিয়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন প্রার্থী শান্তিরাম মাহাতোকে নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন তিনি। ২০১৪ সালে মৃগাঙ্গ মাহাতো তৃণমূলের হয়ে পুরুলিয়া আসনে জিতলেও ২০১৯ সালে বিজেপির জ্যোতির্ময় মাহাতো জয়ী হন। সেই জ্যোতির্ময়ের সঙ্গেই এ বার লড়াই শান্তিরামের। পুরুলিয়া জেলা নেতৃত্বকে নিয়ে ভোটকৌশল ঠিক করতেই অভিষেকের আজকের এই ঘরোয়া বৈঠক বলে খবর।

 

তবে তীব্র গরমকে উপেক্ষা করে ভোটের প্রতিদিনই রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলেছেন মমতা-অভিষেক। আর প্রতিদিনই সাধারণ মানুষ ও কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। শুক্রবার দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে বৃহস্পতিবার মেদিনীপুরে ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়।