আবগারি মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM Arvind Kejriwal)এখন তিহার জেলে, এই অবস্থায় বিজেপি বিরোধী আন্দোলনের তীব্রতা বাড়াতে লোকসভা নির্বাচনের (Loksabha Election) প্রচারে ময়দানে নামছেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী। সূত্রের খবর শনিবার (২৭ এপ্রিল ২০২৪) রোড শো করতে চলেছেন সুনীতা কেজরিওয়াল (Sunita Kejriwal)। আম আদমি পার্টির (AAP)নেতা কর্মীরা মনে করছেন অরবিন্দের অনুপস্থিতিতে সুনীতার সক্রিয় অংশগ্রহণ ভোটের প্রচারে ঝাঁঝ বাড়াবে।

বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতির শিকার দিল্লির মুখ্যমন্ত্রী। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। অরবিন্দের বিচারবিভাগীয় হেফাজত ৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। দলের কর্মীদের মনোবল বাড়াতে দলীয় প্রচারে বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজেই সুনীতাকে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। আপ সূত্রের খবর, পূর্ব দিল্লি লোকসভা আসনের প্রার্থী কুলদীপ কুমারের প্রতিনিধিত্বকারী কোন্ডলি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রে সুনীতা প্রথম রোড শো করবেন। এছাড়া পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি এবং নয়া দিল্লি লোকসভা আসনের আপ প্রার্থীর সমর্থনে পদযাত্রাও করবেন কেজরি পত্নী। এর পাশাপাশি গুজরাট এবং পাঞ্জাবের দলীয় প্রার্থীর সমর্থনেও রাস্তায় নামবেন তিনি।
