Sunday, August 24, 2025

ম্যাচ জিতিয়ে ক্যামেরার সামনে ক্ষমা চাইলেন পন্থ, কিন্তু কেন ?

Date:

গতকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৪ রানে জয় পায় দিল্লি ক্যাপিটালস। সৌজন্যে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। ৪৩ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন তিনি। আর দিল্লিকে ম্যাচ জিতিয়ে ক্যামেরার সামনে ক্ষমা চাইলেন পন্থ। বললেন দুঃখিত।

আসলে ঘটনার সূত্রপাত, দিল্লির ইনিংসের শেষ ওভারে। ওই ওভারে মোহিত শর্মার বলে ৩১ রান তোলেন ঋষভ। সেই ওভারের একটি ছয় সোজা গিয়ে লাগে ক্যামেরাম্যানের গায়ে। সেই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন ভারতীয় ব্যাটার-উইকেটকিপার। আর এই ভিডিও পোস্ট করে আইপিএল কর্তৃপক্ষ। যা পোস্ট হতেই ভাইরাল। মন কেড়েছে নেটিজেনদের। ম্যাচ শেষে কোচ রিকি পন্টিংকে নিয়ে ক্যামেরার সামনে এসে পন্থ বলেন, “ দুঃখিত দেবাশিস ভাই। তোমাকে আঘাত করার কোনও ইচ্ছা আমার ছিল না। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবে তুমি। আগামী দিনের জন্য শুভেচ্ছা।” আইপিএলের তরফে এই ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, বিসিসিআই প্রোডাকশন দলের এক সদস্য ঋষভ পন্থের শটে আঘাত পেয়েছেন। তাঁকে পন্থ নিজেই বার্তা দিলেন।

গতকাল প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২২৪ রান করে দিল্লি। দিল্লির হয়ে দুরন্ত ইনিংস খেলে পন্থ। ৪৩ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন তিনি। পন্থ কে যোগ্য সঙ্গত দেন অক্ষর প্যাটেল। ৬৬ রান করে তিনি। জবাবে ব্যাট করতে নেমে ২২০ রানে শেষ হয়ে যায় গুজ্রাতের ইনিংস।

আরও পড়ুন- এবার ঘোরোয়া ক্রিকেটে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version