Tuesday, December 16, 2025

টাকা দিয়ে টিকিট কিনেছেন কবীর শংকর? শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর কল রেকর্ড ভাইরাল

Date:

এবার বেকায়দায় শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীর শংকর বোস। সোশ্যাল মিডিয়ায় একটি ফোন কলের অডিও ভাইরাল হয়েছে, যেখানে একজন জনৈক ব্যক্তির সঙ্গে বিজেপি প্রার্থীর হিন্দিতে কথোপকথন রয়েছে।অপরীক্ষিত ওই ফোন কলে কবীর শংকর বোসকে বলতে শোনা যাচ্ছে, প্রার্থী হওয়ার জন্য তিনি কাউকে টাকা দিয়েছেন। দিল্লিতে নিয়ে গিয়ে সেই টাকা দেওয়া হবে বলেও অডিওতে শোনা যাচ্ছে। যদিও কবির বোসের দাবি, এটা তাঁর গলা না। ফেক অডিও। এই নিয়ে নির্বাচন কমিশন ও পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি।

কবীর শংকর বোস বলেন, “শ্রীরামপুরের বাম প্রার্থী দীপ্সিতা ধরের প্রচারে লেখা আছে কমরেড। আর এই অডিও যে মাধ্যমে ছড়ানো হয়েছে তাতেও কমরেড লেখা। তাহলে কি এর সঙ্গে কোনও যোগ আছে? এর তদন্ত করতে আদালতে মামলা করব। এ ধরনের মিথ্যা প্রচার কেন করা হচ্ছে, এর পিছনে কারা আছে সেটা দেখা হোক।”

বিষয়টি নিয়ে সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর বলেন, “এই বিষয়টা শুনেছি। কিন্তু এটা নিয়ে আমরা বিন্দুমাত্র উৎসাহী নই। এর আগেও এরকম একটা অডিও ভাইরাল হয়েছিল। আমরা সেটা নিয়েও কিছু বলিনি। আমরা যদি এই বিষয়টাকে মানুষের কাছে প্রচার করার চেষ্টা করতাম তাহলে যেখানে মিটিং করছি, মাইকে বলছি, সেখানেও তো আমরা বলতাম।”

পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দীপ্সিতা বলেন, “উনি বলেছেন মামলা করবেন। আমি বলছি, মামলা করুন। প্রয়োজনে আমরা টাকা দেব। ওই ইউটিউব চ্যানেলের আইপি অ্যাড্রেসটা কার। সেটা তো জানা দরকার। আমার তো মনে হয় কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। আমার মনে হয় বিজেপির লোকই এসব ভাইরাল করছে।”

সিপিএম প্রার্থীর সংযোজন, “বিজেপি প্রার্থী পাত্তা পাচ্ছে না, তাই এসব করছে। ভয়েস টেস্ট হোক। এটা ওনার ভয়েস হলেও কিছু যায় আসে না। না হলেও যায় আসে না। উনি টাকা দিন, টাকা নিন, আমাদের যায় আসে না।”

 

Related articles

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...

সম্পর্কের টানাপোড়েন! বান্ধবীকে কোপানোর পর চারতলা থেকে ঝাঁপ যুবকের

বান্ধবীকে খুন করে নিজেও চারতলা থেকে ঝাঁপ (Love Tringle)। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার পোস্তা এলাকায়। মঙ্গলবার দুপুরে পোস্তা...

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন...

অনামীদের নিয়ে তুমুল দর কষাকষি, রাতারাতি কোটিপতি আকিব-প্রশান্তরা

মঙ্গলবার সৌদি আরবে বসেছিল আইপিএলের মিনি নিলাম।প্রত্যাশা মতোই বড় অঙ্কের দাম পেলেন ক্যামেরন গ্রিন। তবে চমক দিলেন তিন...
Exit mobile version