এবার ঘোরোয়া ক্রিকেটে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

Date:

এবার ঘোরোয়া ক্রিকেটে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি একধাক্কায় অনেকটাই বাড়াতে চলেছে বিসিসিআই। অর্থাৎ এখন রঞ্জিট্রফি, সৈয়দ মুস্তাক আলি বা বিজয় হাজারে ট্রফি খেলে কোটিপতি হবেন ক্রিকেটাররা।

সূত্রের খবর, রঞ্জিট্রফি, সৈয়দ মুস্তাক আলি বা বিজয় হাজারে ট্রফি খেলে যে টাকা পান ক্রিকেটাররা, আগামী মরশুমে থেকে তা দ্বিগুণের বেশি হয়ে যাবে বলেই জল্পনা। জানা যাচ্ছে, আইপিএলে সুযোগ না পাওয়া ঘরোয়া ক্রিকেটারদের কথা মাথায় রেখেই এমন পরিকল্পনা করছে বোর্ড । ইতিমধ্যেই জাতীয় নির্বাচক কমিটিতে বিষয়টি খতিয়ে দেখে সুপারিশ করার জন্য বলা হয়েছে। সূত্রের খবর, অজিত আগারকরের নেতৃত্বাধীন সেই কমিটি বিষয়টি নিয়ে একপ্রস্থ আলোচনাও করেছে। কমিটির সুপারিশের পরই ম্যাচ ফি বাড়ানো নিয়ে সিদ্ধ্বান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

রঞ্জি ম্যাচে ফি নির্ভর করে সংশ্লিষ্ট ক্রিকেটারের অভিজ্ঞতার উপর। যেমন, চল্লিশের বেশি ম্যাচ খেলা ক্রিকেটাররা রোজ ৬০ হাজার টাকা পান। তেমন ম্যাচের সংখ্যা ২১ থেকে ৪০-এর মধ্যে থাকলে পাওয়া যায় পঞ্চাশ হাজার টাকা। তার থেকে কম ম্যাচ খেলা ক্রিকেটাররা পান ৪০ হাজার টাকা। দল ফাইনাল খেললে সিনিয়র ক্রিকেটাররা মোটামুটি পান ২৫ লক্ষ টাকা। দলের অন্যদের আয়ও ১৭ লক্ষ থেকে ২২ লক্ষের মধ্যে ঘোরাফেরা করবে। এটা অবশ্য প্রথম একাদশে থাকা ক্রিকেটারদের প্রাপ্ত অর্থের হিসাব। এছাড়া সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারের মতো প্রতিযোগিতা থেকেও ম্যাচ ফি বাবদ অর্থ পান ক্রিকেটাররা।

আরও পড়ুন- চিতাবাঘের আক্রমণ, মৃ.ত্যুর মুখ থেকে বাঁচলেন প্রাক্তন এই ক্রিকেটার

Related articles

অপপ্রচার বরদাস্ত নয়, পদক্ষেপের পথে ফেডারেশন

আন্তর্জাতিক মে দিবসে টালিগঞ্জ টেকনিশিয়ানস স্টুডিওতে 'ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া'র মেগা বৈঠক। রুটি-রুজির স্বার্থে...

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেত্রী গিরিজা ব্যাস

প্রয়াত হলেন প্রবীণ কংগ্রেস নেত্রী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন ড. গিরিজা ব্যাস। গত...

শুক্রবার খুলছে মন্দির! বাংলার ফুলে সেজে উঠল কেদারনাথ

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। সারি সারি গাঁদা ফুলের মালা দিয়ে অপূর্ব সাজে ইতিমধ্যেই সেজে উঠল কেদারনাথ মন্দির।...

কেন্দ্রের শ্রম বিরোধী আইনের বিরুদ্ধে প্রতিবাদ! কলকাতা-হাওড়ায় সমাবেশ, মিছিল

বিজেপির শ্রমিক স্বার্থ বিরোধী আইন মানবেন না শ্রমিকেরা। তাঁরা গর্জে উঠবেন মোদি সরকারের শ্রমিক বিরোধীনীতির বিরুদ্ধে। এভাবেই আন্তর্জাতিক...
Exit mobile version