Friday, August 22, 2025

দার্জিলিংয়ের রাজু বিস্তাকে “গো ব্যাক” স্লোগান! গুরুং বললেন বিজেপির ভোট কমবে!

Date:

রাজ্যে দ্বিতীয় দফার ভোটে সকাল থেকেই চরম অস্বস্তিতে বিজেপি। পদ্ম প্রার্থীরা যেখানেই যাচ্ছেন, সেখানেই বিক্ষোভের মুখে পড়ছেন। উঠছে “গো ব্যাক” স্লোগান! বালুরঘাটে বিজেপি রাজ্য সভাপতি তথা প্রার্থী সুকান্ত মজুমদারের পর এবার বিক্ষোভের মুখে পড়লেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। তবে সুকান্তর মতো মেজাজ হারাননি রাজু।

আজ, শুক্রবার শিলিগুড়ি পুরনিগমের টিকিয়াপাড়া এলাকায় হঠাৎই তৃণমূল কাউন্সিলার সম্পৃতা দাসের নেতৃত্বে দার্জিলিংয়ে বিদায়ী সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। যদিও বিক্ষোভকারীদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলেন রাজু বিস্ট। তিনি জানান, প্রার্থীকে বাধা দেওয়া তৃণমূলের সংস্কৃতি। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, স্থানীয় মানুষ বিজেপি প্রার্থীকে বিক্ষোভ দেখিয়েছেন।

অন্যদিকে, গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং জানান, এবার দার্জিলিংয়ে ভোট কমবে বিজেপির। একদা পাহাড়ের দাপুটে নেতা ছিলেন বিমল গুরুং। তাঁর কাঁধে ভর করেই দার্জিলিংয়ে টানা তিনবার সাংসদ পেয়েছে বিজেপি। এবারও বিজেপির পক্ষে ভোটে নেমেছেন গুরুং ও তাঁর দল।
গুরুংয়ের হাত ধরেই ভোট বৈতরণী পার করার মরিয়া প্রয়াস বিজেপি’র৷ অথচ সেই বিমল গুরুংই ভোটের দিন সকালে বিজেপি’র স্নায়ুচাপ বাড়িয়ে বললেন, “দার্জিলিংয়ে এবার ভোট কমবে বিজেপির।” শুক্রবার সকালে ভোট দিতে গিয়ে একথা বলেন বিমল৷ ভোটের লাইনে দাঁড়িয়ে বিমল গুরুং জানান, তিনবার বিজেপিকে ভোট দেওয়ার পরেও পাহাড়ের দাবি পূরণ হয়নি৷ তাই চাপা একটা ক্ষোভ কাজ করছে৷”

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version