Wednesday, August 20, 2025

সবচেয়ে বেশি ভোট ত্রিপুরায়! কেরালায় ভোটের লাইনে ইসরো প্রধান থেকে বাংলার রাজ্যপাল

Date:

গণতন্ত্রের উৎসব উদযাপনে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি প্রত্যেকের সামিল। ১৩ রাজ্যের ৮৮ কেন্দ্রে শুক্রবার চলছে ভোটগ্রহণ। সকাল ১১ টা পর্যন্ত সারা দেশের মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে ত্রিপুরায় (Highest Vote percentage in Tripura)। গানের হার ৩৬.৪২ শতাংশ। দ্বিতীয় দফায় দ্বিতীয় স্থানে রয়েছে মনিপুর, এখনও পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৩৩.২২ শতাংশ। সাড়ে ৩১ শতাংশ ভোট পার্সেন্টেজ নিয়ে তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে জানা যাচ্ছে সবথেকে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে, সেখানে ভোটদানের হার ১৮.৮৩ শতাংশ।

সকাল থেকে ভোটের লাইনের ভিড় চোখে পড়ার মতো। নিজের কেন্দ্রে ভোট দিলেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ (S Somnath)। কেরালার তিরুবনন্তপুরমের একটি বুথে লম্বা লাইনে দাঁড়িয়ে তাঁকে বাকি ভোটারদের সঙ্গে গল্প করতেও দেখা যায়। দ্বিতীয় দফায় কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস প্রার্থী এইচডি কুমারস্বামী রামানগরের একটি বুথে ভোট দেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose) কেরালার বাসিন্দা। এদিন ত্রিবান্দমের একটি কেন্দ্রে ভোট দিতে দেখা যায় তাঁকে। বেঙ্গালুরু দক্ষিণের লোকসভা প্রার্থী, বিজেপি নেতা তেজস্বী সূর্যর ভোট দিবার ছবিও প্রকাশ্যে এসেছে। বেঙ্গালুরুতে মামাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। এছাড়াও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি ও তাঁর স্ত্রী সুধা মূর্তিকেও সকাল সকাল ভোট দিতে দেখা যায়।

দেশে ভোটের সার্বিক চিত্র বলতে গেলে, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া আপাতত শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। মধ্যপ্রদেশের (madhyapradesh) সাতনা লোকসভার নগৌড়ের ৯৯ নম্বর ভোটকেন্দ্রে ইভিএম মেশিন বিকল হয়ে যাওয়ার খবর দিয়েছে। চিত্রকূট ৭৩ নম্বর ভোট কেন্দ্রের ইভিএম ভেঙে গেছে। ফলে ইভিএম বদলের চেষ্টা চলছে। উত্তরপ্রদেশের (Uttarpradesh ) আমরোহার একটি বুথে ভোটাররা নির্বাচন বয়কট করেছেন। বাগপত লোকসভা কেন্দ্রের ২২২ নম্বর বুথেও বিকল ইভিএম মেশিন। সমাজবাদী পার্টির (SP) অভিযোগ, এক ঘণ্টার বেশি সময় ধরে ইভিএম মেশিনে খারাপ হয়ে রয়েছে। বাগপতের ছাপরাউলির খাপরানা গ্রামের ২৬২ নম্বর বুথেও ইভিএম মেশিন ভেঙে গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা ভোটগ্রহণ ব্যাহত হয়। মনিপুরে (Manipur Election) দ্বিতীয় দফার নির্বাচনে আপাতত কোনও অশান্তির খবর নেই।

 

Related articles

জলমগ্ন মুম্বই, প্রবল বৃষ্টিতে ডুবল অমিতাভের বাংলো!

বৃষ্টি বিপর্যস্ত মুম্বইতে (Rain Disaster in Mumbai) বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাট - বাজার হাট থেকে রেল ট্র্যাকের একটা বড়...

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...
Exit mobile version