Thursday, August 21, 2025

বিরোধীদের দাবীকে নস্যাৎ করে ভিভিপ্যাটের ১০০ শতাংশ যাচাই করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। দু’বছর ধরে চলতে থাকা মামলার শুনানিতে শুক্রবার রায় ঘোষণা করল দেশের শীর্ষ আদালত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে(EVM ) পড়া ভোটের সঙ্গে ভিভিপ্যাট (VVPAT) ১০০ শতাংশ মিলিয়ে দেখার আর্জি জানিয়ে একাধিক পিটিশন জমা পড়েছিল। কমিশন বলেছিল এই পদ্ধতি কার্যকর করতে গেলে আবার ব্যালট জমানায় পিছিয়ে যেতে হবে এ দিন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চের তরফে জানানো হয় যে ব্যালটে নয় ইভিএমেই ভোট হবে।

শীর্ষ আদালতের তরফে শুক্রবার নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয় যে ইভিএমে দলীয় প্রতীক বা সিম্বল লোড করার পর তা সিল করে দিতে হবে। এর পাশাপাশি ভোট হয়ে যাওয়ার পর কমপক্ষে দেড় মাস অর্থাৎ ৪৫ দিন ইভিএম-কে সংরক্ষণ করতে হবে। ভিভিপ্যাট ১০০ শতাংশ যাচাই করার আর্জি খারিজ করে দেওয়া হলেও সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে কোনও মেশিনের মাধ্যমে ভিভিপ্যাট স্লিপ গোনা সম্ভব কি না, তা খতিয়ে দেখতে হবে। মামলার শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত রায় বলেন, ‘বিচার ব্যবস্থা হোক কিংবা আইন অর্থবহ সমালোচনা সব সময় স্বাগত। গণতন্ত্রের তিনটি স্তম্ভের উপর ভরসা রাখা এবং শান্তি বজায় রাখাই মূল উদ্দেশ্য। কোনও ব্যবস্থাকে অন্ধভাবে সন্দেহ করলে সংশয় তৈরি হতেই পারে। তাই ভারসাম্যমূলক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা আছে। এরপরই তিনি বলেন বিশ্বাস এবং সহযোগিতার উপর ভিত্তি করেই গণতন্ত্রের কণ্ঠকে আরও শক্তিশালী করা সম্ভব।’ এই বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার বলেন, EVM সবথেকে বেশি সুরক্ষিত। সেই কারণে এই পদ্ধতির পুনরায় যাচাই (VVPAT -EVM tally)করার প্রয়োজনীয়তা নেই। সুপ্রিম কোর্ট সেই কথাকেই মান্যতা দিয়েছে।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version