Wednesday, August 20, 2025

দার্জিলিং- রায়গঞ্জে ৩২ শতাংশ ভোট, অশান্তির জেরে পিছিয়ে পড়ল বালুরঘাট!

Date:

রাজনৈতিকভাবে পরাজয়ের আঁচ পেয়ে সকাল থেকেই বালুরঘাটে গন্ডগোল পাকানোর চেষ্টা করে চলেছেন বিজেপি প্রার্থী সুকান্ত ভট্টাচার্য (Sukanta Bhattacharya)। কখনও তৃণমূল কর্মী (TMC) সমর্থকদের উপরে চড়াও হচ্ছেন আবার কখনও কমিশনের কাছে গিয়ে নালিশ করছেন। এমনটাই অভিযোগ করছেন ওই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বিক্ষিপ্ত অশান্তি আর সাময়িক উত্তেজনা ছবিও ধরা পড়েছে বালুরঘাট (Balurghat) লোকসভা কেন্দ্রে। যার সার্বিক প্রভাব পড়ল ভোটদানের হারে। যেখানে সকাল ১১ টা পর্যন্ত দার্জিলিং ও রায়গঞ্জে যথাক্রমে ৩২.৭৫ এবং ৩২.৫১ শতাংশ ভোট পড়ল সেখানে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে বালুরঘাট। নির্বাচন কমিশনে (EC) দেওয়ার তথ্য অনুযায়ী ভোট শুরু হবার ৪ ঘন্টা পরে এখানে মোটদানের সার্বিক হার ২৮.১১ শতাংশ ।

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের ৩ কেন্দ্রে সকাল থেকেই ইভিএম বিভ্রাটের খবর মিলেছে। বেলা ১১টা পর্যন্ত কমিশনে মোট অভিযোগ জমা পড়েছে ২৯০ টি। NGRS-এ এখনও পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ২৪১টি। সবচেয়ে বেশি অভিযোগ রায়গঞ্জে। ১২৩ টি কমপ্লেন হয়েছে সেখান থেকে। বালুরঘাট থেকে ৯২টি ও দার্জিলিং থেকে ২৬ টি অভিযোগ জমা পড়েছে। সিভিজিল অ্যাপে মোট ২৩টি অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে রায়গঞ্জ থেকে ১১ টি, দার্জিলিং থেকে ৬ ও বালুরঘাট থেকে ৬ টি। CMS পোর্টালে মোট ২৬ টি অভিযোগ জমা পড়েছে যার মধ্যে দার্জিলিং থেকে ১১ টি, রায়গঞ্জ থেকে ৭ টি ও বালুরঘাট থেকে ৮ টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে বিজেপির থেকে ১৪টি এবং তৃণমূলের থেকে ২ টি অভিযোগ জমা পড়েছে বলে কমিশন সূত্রে খবর।

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version