Tuesday, August 12, 2025

রবীন্দ্রনাথ-অমর্ত্যকে ‘উৎখাত’! বাংলা বিরোধীদের মুখোশ খুললেন অভিষেক

Date:

বাংলা বিরোধী একাধিক নিদর্শন বিজেপি নেতারা বাংলায় এসে বারবার দিয়েছেন। নির্বাচনী প্রচার থেকে সেই সব নিদর্শন তৃণমূল নেতৃত্ব রাজ্যের মানুষের সামনে তুলে ধরেছেন। এই বাংলা বিরোধী বিজেপির একাধিক নিদর্শন বীরভূম জেলাতেই রয়েছে। শনিবার বীরভূমের দুরবরাজপুরে নির্বাচনী জনসভা থেকে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর ও অমর্ত্য সেনের অপমানের উদাহরণ তুলে ধরে বিজেপির বাংলা বিরোধী মনোভাবকে কটাক্ষ করেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২০২৩ সালে শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে ইউনেসকো। ঘোষণার পরই তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিশ্ববিদ্যালয় চত্বরে ফলক বসিয়ে ঘোষণা করে দেন এই স্বীকৃতির কথা। তবে তাৎপর্যপূর্ণভাবে সেই ফলক থেকে বাদ পড়ে শান্তিনিকেতনে বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। বদলে সেখানে জায়গা পায় নরেন্দ্র মোদির নাম, শুধুমাত্র আচার্য হিসাবে তাঁর নাম ফলকে তুলে দেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

শনিবার দুবরাজপুরের নির্বাচনী প্রচার থেকে কেন্দ্রের সরকারের বাংলা বিরোধী মনোভাবকে তুলোধনা করে অভিষেক বলেন, “বীরভূমের লালমাটির জেলা বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে সেই মাটিকে কীভাবে বিজেপির সরকার কলুসিত কালিমালিপ্ত করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কারণে যে শান্তিনিকেতনকে আজ সারা বিশ্বের মানুষ চেনে সেই শান্তিনিকেতনের ফলক থেকে কবিগুরুর নাম মুছে দিয়েছে এই বিজেপির সরকার, দেশবিরোধী জনবিরোধী কেন্দ্রের বিজেপি সরকার।”

সেই সঙ্গে তিনি নোবেলজয়ী অমর্ত্য সেনকে বিশ্বভারতীর অপমান নিয়েও বিজেপি সরকারের মুখোশ খুলে দেন। তিনি বলেন, “অমর্ত্য সেনের মতো নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ, তাঁকে তাঁর বাড়ি থেকে উৎখাত করার জন্য নোটিশ দিয়েছিল। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী গিয়ে তাঁর বাড়িতে, তাঁর হাতে তাঁর জমির দলিল তুলে দিয়েছেন যে, তাঁর জায়গার প্রতি তাঁর পূর্ণ অধিকার রয়েছে।” সেখানেই তিনি দাবি করেন, ” এই কারণেই আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি।”

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...
Exit mobile version