Wednesday, November 5, 2025

ওড়িশার বিরুদ্ধে নামার আগে বাগানের ক্লোজড ডোর অনুশীলন বাগানের, বিশেষ প্রস্তুতি হাবাসের

Date:

Share post:

আগামিকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এর হাইভোল্টেজ ম্যাচ। দ্বিতীয় লেগের সেমিফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট এবং ওড়িশা এফসি। এই ম্যাচের রণকৌশলে ব্যস্ত বাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ভুবনেশ্বরে আইএসএল সেমিফাইনালের প্রথম লেগে লাল কার্ড দেখায় কাল রবিবার যুবভারতীতে ফিরতি পর্বের ম্যাচে খেলতে পারবেন না মোহনবাগানের আলবেনীয় স্ট্রাইকার আর্মান্দো সাদিকু। তাঁর জায়গায় শুরু থেকে খেলবেন জেসন ক্যামিংস। দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে তিনিই আপফ্রন্টে থাকবেন। শুরুতে গোল তুলে নেওয়ার লক্ষ্যে অস্ট্রেলীয় জুটির উপরই ভরসা রাখছেন সবুজ-মেরুন কোচ।

শুক্রবারও রুদ্ধদ্বার অনুশীলন ছিল মোহনবাগানের। যুবভারতীর অনুশীলন মাঠ পুরোটাই কালো কাপড় দিয়ে ঢেকে রাখা। রণকৌশল ফাঁসের আশঙ্কায় মাঠের অন্তত পাঁচশো মিটার আগে আটকে দেওয়া হয় সমর্থক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের। ক্লোজড ডোর প্রস্তুতিতে রক্ষণের ভুল-ত্রুটি শোধরানোর দিকে নজর দিয়েছিলেন হাবাস। পাশাপাশি সিচ্যুয়েশন প্র্যাকটিসে টিম কম্বিনেশনও পরখ করে নিয়েছেন। সেট পিস থেকে কামিন্স-লিস্টন কোলাসো-মনবীর সিংদের দিয়ে গোল করার মহড়াও যেমন হয়েছে, তেমনই হেক্টর ইয়ুস্তে-আনোয়ার আলি-শুভাশিস বোসরা দুর্গ অক্ষত রাখার প্রস্তুতিও সেরেছেন।

লাল কার্ডের নির্বাসন কাটিয়ে ফিরছেন ব্রেন্ডন হামিল। শুক্রবার আলাদা টিম করেও খেলিয়েছেন হাবাস। সেখানে আক্রমণভাগের ফুটবলারদের বিরুদ্ধে কখনও হামিল-আনোয়ার আবার কখনও আনোয়ার-হেক্টরদের খেলিয়ে দেখে নেন বাগানের স্প্যানিশ বস। উইং দিয়ে বল ভাসিয়ে গোল করার মহড়াও চলে।

সাদিকুর পরিবর্তে কামিন্সের অন্তর্ভুক্তি ছাড়া রয় কৃষ্ণাদের বিরুদ্ধে সবুজ-মেরুনের প্রথম একাদশে আর কোনও বদলের সম্ভাবনা কম। কলকাতার গরমে জনি কাউকোর সমস্যা হলেও তিনিই শুরু করবেন। দ্বিতীয়ার্ধে হয়তো মাঠে নামবেন সাহাল আব্দুল সামাদ। ভারতীয় তারকা সম্পূর্ণ ফিট। তাঁকে রবিবার ব্যবহার করতে চাইছেন বাগানের হেড স্যার। ভুবনেশ্বরে কৃষ্ণাকে থামাতে হিমশিম খেয়েছিল সবুজ-মেরুন রক্ষণ। যুবভারতীতে সমর্থকদের সামনে আর ভুল করতে চান না হেক্টর, শুভাশিসরা। প্র্যাকটিসের পর আত্মবিশ্বাসে ভরপুর শুভাশিস বলে যান, ‘‘বারবার একই ভুল আমরা করব না। সমর্থকদের জন্যই আমাদের জিততে হবে। কৃষ্ণ বারবার রক্ষণ ভেঙে গোল করে যাবে, সেটা আমরা হতে দেব না।’’

আরও পড়ুন- ফের হার কলকাতার, পাঞ্জাবের কাছে ৮ উইকেট হারল শ্রেয়স আইয়রের দল

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...