Friday, December 19, 2025

ওড়িশার বিরুদ্ধে নামার আগে বাগানের ক্লোজড ডোর অনুশীলন বাগানের, বিশেষ প্রস্তুতি হাবাসের

Date:

Share post:

আগামিকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এর হাইভোল্টেজ ম্যাচ। দ্বিতীয় লেগের সেমিফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট এবং ওড়িশা এফসি। এই ম্যাচের রণকৌশলে ব্যস্ত বাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ভুবনেশ্বরে আইএসএল সেমিফাইনালের প্রথম লেগে লাল কার্ড দেখায় কাল রবিবার যুবভারতীতে ফিরতি পর্বের ম্যাচে খেলতে পারবেন না মোহনবাগানের আলবেনীয় স্ট্রাইকার আর্মান্দো সাদিকু। তাঁর জায়গায় শুরু থেকে খেলবেন জেসন ক্যামিংস। দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে তিনিই আপফ্রন্টে থাকবেন। শুরুতে গোল তুলে নেওয়ার লক্ষ্যে অস্ট্রেলীয় জুটির উপরই ভরসা রাখছেন সবুজ-মেরুন কোচ।

শুক্রবারও রুদ্ধদ্বার অনুশীলন ছিল মোহনবাগানের। যুবভারতীর অনুশীলন মাঠ পুরোটাই কালো কাপড় দিয়ে ঢেকে রাখা। রণকৌশল ফাঁসের আশঙ্কায় মাঠের অন্তত পাঁচশো মিটার আগে আটকে দেওয়া হয় সমর্থক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের। ক্লোজড ডোর প্রস্তুতিতে রক্ষণের ভুল-ত্রুটি শোধরানোর দিকে নজর দিয়েছিলেন হাবাস। পাশাপাশি সিচ্যুয়েশন প্র্যাকটিসে টিম কম্বিনেশনও পরখ করে নিয়েছেন। সেট পিস থেকে কামিন্স-লিস্টন কোলাসো-মনবীর সিংদের দিয়ে গোল করার মহড়াও যেমন হয়েছে, তেমনই হেক্টর ইয়ুস্তে-আনোয়ার আলি-শুভাশিস বোসরা দুর্গ অক্ষত রাখার প্রস্তুতিও সেরেছেন।

লাল কার্ডের নির্বাসন কাটিয়ে ফিরছেন ব্রেন্ডন হামিল। শুক্রবার আলাদা টিম করেও খেলিয়েছেন হাবাস। সেখানে আক্রমণভাগের ফুটবলারদের বিরুদ্ধে কখনও হামিল-আনোয়ার আবার কখনও আনোয়ার-হেক্টরদের খেলিয়ে দেখে নেন বাগানের স্প্যানিশ বস। উইং দিয়ে বল ভাসিয়ে গোল করার মহড়াও চলে।

সাদিকুর পরিবর্তে কামিন্সের অন্তর্ভুক্তি ছাড়া রয় কৃষ্ণাদের বিরুদ্ধে সবুজ-মেরুনের প্রথম একাদশে আর কোনও বদলের সম্ভাবনা কম। কলকাতার গরমে জনি কাউকোর সমস্যা হলেও তিনিই শুরু করবেন। দ্বিতীয়ার্ধে হয়তো মাঠে নামবেন সাহাল আব্দুল সামাদ। ভারতীয় তারকা সম্পূর্ণ ফিট। তাঁকে রবিবার ব্যবহার করতে চাইছেন বাগানের হেড স্যার। ভুবনেশ্বরে কৃষ্ণাকে থামাতে হিমশিম খেয়েছিল সবুজ-মেরুন রক্ষণ। যুবভারতীতে সমর্থকদের সামনে আর ভুল করতে চান না হেক্টর, শুভাশিসরা। প্র্যাকটিসের পর আত্মবিশ্বাসে ভরপুর শুভাশিস বলে যান, ‘‘বারবার একই ভুল আমরা করব না। সমর্থকদের জন্যই আমাদের জিততে হবে। কৃষ্ণ বারবার রক্ষণ ভেঙে গোল করে যাবে, সেটা আমরা হতে দেব না।’’

আরও পড়ুন- ফের হার কলকাতার, পাঞ্জাবের কাছে ৮ উইকেট হারল শ্রেয়স আইয়রের দল

spot_img

Related articles

তৃণমূলের প্রতিবাদেই বিরোধী ঐক্যে শান: সাংসদদের বিশেষ বার্তা মমতার

যতবার কেন্দ্রের স্বৈরাচারী বাংলা-বিরোধী বিজেপি সরকার বাংলার মানুষের উপর নানাভাবে চাপ প্রয়োগ, বঞ্চনার চেষ্টা চালিয়েছে, ততবার তৃণমূল নেত্রী...

বেঙ্গল সুপার লিগে জিতল রয়্যাল সিটি, শুরুতেই ছন্দে ব্যারেটোর দল

শুক্রবার জমজমাট বেঙ্গল সুপার লিগে(Bengal Super League)। রাজ্যের দুই প্রান্তে   ছিল দুটি ম্যাচ।  ঘরের মাঠে জেএইচআর রয়্যাল সিটি...

কেকেআরের মালিকানার পরিবর্তন! দলের শেয়ার বিক্রি করছেন জুহি?

বছর শেষের আগেই নাইট শিবিরে ফাটল! আরসিবি এবং রাজস্থান রয়্যালসের পর এবার মালিকানা পরিবর্তনের সম্ভবনা কলকাতা নাইট রাইডার্সেও(KKR)।...

রাস্তা উদ্বোধনেই উন্নয়ন! শনিতে মতুয়াদের মোদির দেওয়া প্রতিশ্রুতির মূল্য নেই, দাবি তৃণমূলের

মতুয়া অধ্যুষিত নদিয়ার তাহেরপুরে বিজেপির ভোট ফেরানোর চেষ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসআইআরে সবথেকে ক্ষতির মুখে বাংলার মতুয়া (Matua)...