Friday, November 7, 2025

পুলিশকর্মীকে ‘খালিস্তানি’ আক্রমণেও নীরব কেন? বিজেপি প্রার্থীকে মোক্ষম খোঁচা মমতার

Date:

তিনি নিজে শিখ সম্প্রদায়ের মানুষ। অথচ শুভেন্দু অধিকারীর যখন এক শিখ পুলিশ আধিকারিককে ‘খলিস্তানি’ বলে কটাক্ষ করেছিলেন তখন তাঁর বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি। শনিবার, আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে কুলটিতে জনসভা থেকে বিজেপি (BJP) প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে (Surindar Singh Aluwalia) মোক্ষম খোঁচা দেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে নাম না করে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটের আগে টাকা ছড়ানো অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো।

এদিন সভা থেকে তীব্র কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, “এবার তো প্রার্থী বদলে গেল বিজেপি! গতবার যিনি বর্ধমান -দুর্গাপুর আসনটি জিতেছিলেন এবার তিনি এই আসনটা ম্যানেজ করেছেন কোনও মতে।” বিজেপি প্রার্থীকে নিশানা করে মমতা বলেন, “শুনেছি আগের বার বিজেপি প্রার্থী টাকা দিয়ে জিতেছিলেন ভোটে। এ বারও টাকা ছড়ানোর চেষ্টা করা হবে। টাকা দিতে এলেই আগে ১৫ লক্ষ চাইবেন।“

সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়ে শুভেন্দু অধিকারীর এক শিখ পুলিশ আধিকারিককে ‘খলিস্তানি’ বলে আক্রমণ করেন। এদিন প্রসঙ্গ তুলেও বিজেপি প্রার্থীকে তুলোধনা করেন মমতা (Mamata Banerjee)। বলেন, “আপনিও তো শিখ সম্প্রদায়ের মানুষ। যখন গদ্দার শিখ পুলিশকর্মীকে ‘খলিস্তানি’ বললেন তখন কেন চুপ ছিলেন?“

সভা থেকে নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “গতকাল মোদি বলেছেন, বাংলায় তৃণমূলের জন্য উন্নয়ন থেমে গিয়েছে। ভারতের জিডিপি ৮.৮৭ শতাংশ। বাংলায় ১১.৮৪ শতাংশ। আপনি আগে পদত্যাগ করুন। তার পর এ সব বলুন।“




Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...
Exit mobile version