Wednesday, August 27, 2025

চারাপোনা-মাগুর থেকে কচিপাঁঠা! প্রচারে বেরিয়ে বাজারে গিয়ে ষোলোআনা বাঙালিয়ানা সায়নী

Date:

যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্য রাজ্যের প্রচারে গিয়ে বলছেন, যাঁরা মাছ খায়, তাঁরা হিন্দু হতে পারে না! ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে ‘মাছে-ভাতে বাঙালি’ যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ৷ আজ, শনিবার প্রচারে বেরিয়ে একেবারে ষোলআনা বাঙালিয়ানা!

তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করতে এদিন সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়েন সায়নী। এদিন তাঁর গন্তব্য ছিল বারুইপুর কাছারি বাজার এবং পুরাতন বাজার৷ দুই বাজার থেকে থলে ভরতি করে বাজার করলেন সায়নী৷ সকাল সকাল এদিন তাঁর প্রচারসঙ্গী ছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় ৷

কাছারি বাজার থেকে ট্যাংরা, ভেটকি, চিংড়ি, কচি পাঁঠার মাংস কেনেন যাদবপুরে তৃণমূলের তারকা প্রার্থী ৷ এরপর বারুইপুর পুরতন বাজার থেকেও মাগুর, ভেটকি-সহ বিভিন্ন মাছ এবং শাকসবজি কেনেন সায়নী ৷ সায়নীর জানান, বাড়িতে বাবাকে তিনি জানিয়েই এসেছেন, প্রচার থেকে বাজার করেই ফিরবেন তিনি।

অন্যদিকে, প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে খোঁচা দিতে ছাড়লেন না সায়নী। সম্প্রতি, সৃজন প্রচারের বেরিয়ে দাবি করেছিলেন, লোকসভা নির্বাচনের পর যাদবপুর লালে লাল হয়ে যাবে ৷ সেই প্রেক্ষিতেই সায়নী এদিন বলেন, “৩৪ বছরে সিপিএম এমন কাজ করেছে, লাল কাপড়টা এখন বিরিয়ানি হাঁড়িতেই বেশি দেখা যায়। এখন বাজারে এসেছি আনন্দ করতে, যাদবপুর লাল হবে, নীল হবে নাকি সবুজ হবে, সে সব পরে দেখা যাবে। গণতান্ত্রিক পরিসরে মানুষের উপরের তা ছেড়ে দেওয়া হোক!”

আরও পড়ুন- আগামী এক সপ্তাহ আর খাবেন না কামিন্স, কি হল হায়দরাবাদ অধিনায়কের

এর আগে সৃজন সম্পর্কে তাঁর মন্তব্য ছিল, “সিপিএম কিংবা সৃজনকে এখনও দেখা যাচ্ছে সেটাই তো বড় কথা। কাজেই আমি কীভাবে দেখছি সেটা গুরুত্বপূর্ণ নয়, পশ্চিমবঙ্গের মানুষ তাঁদেরকে কীভাবে দেখছেন সেটাই বড় কথা । আর সৃজনকে মনে হয় না চোখে পড়ার মতো বা চোখ ধাঁধানোর মতো কোনও প্রার্থী ৷”

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...
Exit mobile version