ভোটের ভরা মরসুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র রাজ্য গুজরাট ও বিজেপি শাসিত রাজস্থান থেকে অবৈধ ড্রাগস চক্র ফাঁস করল ন্যারকোটিস কন্ট্রোল ব্য়ুরো । গুজরাট ও রাজস্থান থেকে ৩০০ কোটি টাকার ড্রাগস, মাদক ও ওই জাতীয় নেশার জিনিস বাজেয়াপ্ত করল এনসিবি। গ্রেপ্তার করা হয়েছে ১৩ অভিযুক্তকে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই অবৈধ ড্রাগস চক্রের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অপরাধে অন্তত ১৩জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই চক্রের মূল পান্ডা এখনও অধরা। অপরাশেন প্রয়োগশালা নাম দিয়ে এদিন গুজরাটের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড এই অভিযান চালিয়ে বড় সাফল্য পায়।