Saturday, November 22, 2025

শহর কলকাতার খাবার কতটা নিরাপদ খুঁজতে বেরিয়ে চাঞ্চল্যকর অনুসন্ধান কলকাতা পুরসভার (Kolkata Corporation) আধিকারিকদের। গরম থেকে বাঁচতে যে তরল পানীয়ের উপর নির্ভর করছেন সাধারণ মানুষ সেই পানীয়তেই মিশছে বিষ। দিনের পর দিন কম দামে শরীর ঠাণ্ডা করতে অজান্তে সেই বিষ গ্রহণ করছে মানুষ। এই ঘটনায় কোনও গ্রেফতারির পথে না গেলেও এবার থেকে যে ব্যবসায়ী বাণিজ্যিক (industrial ice) বরফ ব্যবহার করবেন খাবারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে পুরসভা।

তীব্র তাপপ্রবাহের সময় রমরমিয়ে বিক্রি বেড়েছে সরবত, লেবু জল বা লস্যির। কিন্তু ব্যাপক চাহিদা পূরণ করার মতো দ্রুত বরফ কোথায় পাওয়া সম্ভব, তাও এত বিপুল পরিমাণে। তাই বাজারের সস্তার মাছ রাখার বরফ কিনেই কাজ চালাচ্ছেন ব্যবসায়ীরা। শহরের মুক্তারাম বাবু স্ট্রিটে অভিযান চালিয়ে মাছের বরফের পাশাপাশি দীর্ঘদিনের ধুলোর স্তর জমে যাওয়া বরফও তরল পানীয়তে মিশিয়ে বিক্রি করতে দেখতে পান ফুড সেফটি বিভাগের (Food Safety department) আধিকারিকরা। তাঁদের দাবি এই বরফ বাণিজ্যিক বরফ হিসাবে ছাড়পত্র পায়। খাবারে এই বরফের ব্যবহার আইন বিরুদ্ধ।

মূলত এই ধরনের বরফে রোগ জীবাণু থাকে প্রচুর পরিমাণে। খোলা জায়গায় থাকার দরুণ সাধারণ ধুলো বালিতেই বাণিজ্যিক বরফ রোগ ছড়াতে বিন্দুমাত্র সময় নেবে না। তবে ব্যবসায়ীদের অজ্ঞতার কারণেই তাঁরা এই বরফ ব্যবহার করছিলেন বলে আধিকারিকদের অনুমান। সেক্ষেত্রে পুরসভা এলাকায় লিফলেট বিলি করে প্রচার করার উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে এই বরফ খাবার হিসাবে কেউ ব্যবহার না করেন। তবে নিষেধের পরেও বরফ ব্যবহার হলে বাজেয়াপ্ত করা হবে বরফ।

Related articles

ট্রাম্প কী ফ্যাসিস্ট? ট্রাম্পের সামনেই উত্তর দিয়ে ফেললেন মামদানি!

মামদানি ক্ষমতায় এলে সম্পূর্ণ সামাজিক ও অর্থনৈতিকভাবে ভেঙে পড়া শহরে বাস করতে হবে। নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচন প্রক্রিয়া...

SIR-এ কাজের চাপ: এবার আত্মহত্যায় বাধ্য হলেন মোদির রাজ্যের BLO!

বাংলায় বারবার ইনিউমারেশন ফর্ম বিলি থেকে ডিজিটাইজেশনের কাজ নিয়ে চাপের অভিযোগ করেছেন বুথ লেভেল অফিসাররা। আত্মহত্যার উদাহরণও রয়েছে...

শহর থেকে জেলা, একাধিক জেলায় আগুনে পুড়ে ছাই ব্যবসায়িক প্রতিষ্ঠান

শুক্রবার রাতে রাজ্যের একাধিক জেলায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো। সবথেকে বড় আগুন লাগার ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুরে...

নির্বাচন কমিশনের প্রবল চাপ: রাজ্যের ফের আত্মঘাতী মহিলা বিএলও

রাজ্যে ফের আত্মঘাতী বিএলও। আবার দায়ী নির্বাচন কমিশন। শুক্রবার নতুন করে বিএলও-দের ডিজিটাইজেশনের কাজ করার সময়সীমা কমিয়ে দেওয়ার...
Exit mobile version