Sunday, November 2, 2025

বহরমপুরে ভোট প্রচারে অধীরের বিরুদ্ধে মুখে কুলুপ! নাড্ডার বক্তব্যে প্রকাশ্যে গোপন আঁতাত

Date:

কংগ্রেসের (Congress) সঙ্গে বিজেপির (BJP) গোপন আঁতাতের ছবি ফের সামনে এল। লোকসভা ভোট চলাকালীন বিরোধীদের এমন অভিযোগে বেকায়দায় গেরুয়া শিবির। দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের অভিযোগ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Ghosh) সঙ্গে বিজেপির (BJP) গোপন আঁতাঁত রয়েছে। বহরমপুরে (Baharampur) বিজেপির ভোটেই জেতেন অধীর। সেই অভিযোগ নতুন করে জল হাওয়া পেল। রবিবার লোকসভা ভোটের (Loksabha Election) প্রচারে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি (Daily Passengery) করতে আসেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন বড়ঞা ও বহরমপুরে সভা করেন নাড্ডা। তবে বহরমপুরের মাটিতে সভা করলেও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে একটি শব্দও ব্যবহার করলেন না নাড্ডা। উল্টে বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত রাজ্য সরকারের সমালোচনায় সরব হন তিনি। যদিও নাড্ডার এই সভার পাল্টা তৃণমূলের অভিযোগ, বহরমপুরে বিজেপির সঙ্গে কংগ্রেসের আঁতাত অনেক আগে থেকেই। আর সেকারণেই বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীরের বিরুদ্ধে মুখে কুলুপ বিজেপির। বিজেপি ভালো করেই জানে বাংলার মানুষ তাঁদের উৎখাত করেছে। আর সেকারণেই কংগ্রেসের হাত ধরে ভাঁওতাবাজির রাজনীতি শুরু গেরুয়া শিবিরের।


তবে এদিনের ভাষণে সন্দেশখালি থেকে শুরু করে কেন্দ্রীয় প্রকল্পে টাকা আটকে রাখা প্রসঙ্গে রাজ্যবাসীকে মিথ্যা বলে ভোট আদায়ের চেষ্টা নাড্ডার। অথচ, অধীর চৌধুরীকে নিয়ে একটি টু শব্দটিও করলেন না। এদিন নাড্ডার বক্তব্যে আগাগোড়া নিশানায় ছিল রাজ্য সরকার। কখনও তিনি বলেন মা-মাটি-মানুষের নামে সরকার গড়া মায়েদের কেয়ার করে না। পাশাপাশি তিনি অভিযোগ করেন, শুধু ভোটব্যাঙ্কের স্বার্থে সন্দেশখালির শাজাহান শেখকে বাঁচানোর চেষ্টা করছে। পাশাপাশি উৎসাহের বশে এদিন তিনি বলেন, এ রাজ্যে এই সরকার রাখবেন না। মনে হচ্ছিল নাড্ডা যেন রাজ্যে বিধানসভার প্রচারে এসেছেন। তাঁর একটাই লক্ষ্য বাংলার মানুষের উন্নয়ন নয় তাঁদের বঞ্চনা করতেই যেন প্রচারে এসেছেন নাড্ডা।


তবে এদিনের ভাষণে কংগ্রেসকে সামান্য আক্রমণ করলেও ভুল করেও অধীরের নাম একবারও মুখে আনেননি বিজেপির সর্ব ভারতীয় সভাপতি নাড্ডা‌।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version