Friday, August 22, 2025

মানুষের রুটিরুজির পক্ষে ভোট হওয়া উচিত, সৃজনের প্রচারে সরব বৃন্দা কারাট

Date:

Share post:

মানুষের রুটিরুজির পক্ষে ভোট হওয়া উচিত। নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরব হলেন সিপিএম নেত্রী? বিজেপি সারা দেশে সাম্প্রদায়িক মেরুকরণ করছে। সংস্কৃতির উপর হামলা করছে। বিজেপির বিকল্প কোনওদিন হতে পারে না। এ রাজ্যে বিকল্প একমাত্র বাম ও কংগ্রেস জোট। দমদমে বদলের হাওয়া। মানুষ রুখতে চায়। মানুষ বদল করতে চায়।শনিবার গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত সায়রা শাহ হালিমের সমর্থনে মহা মিছিল বামফ্রন্ট এবং কংগ্রেসের।মিছিলে আছেন বৃন্দা কারাট, বিমান বসু, ঐশী ঘোষ সহ নেতৃত্ব। অন্যদিকে যাদবপুর থেকে নেতাজি নগর পর্যন্ত মহা মিছিল হয় সৃজনের সমর্থনে। অভিনেত্রী উষসী চক্রবর্তী সৃজনের সমর্থনে মিছিলে পা মেলান।
শহরের এই দুই মিছিলে বামফ্রন্ট এবং কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে কম বয়সীদের বিপুল অংশগ্রহণ মিছিলে বাড়তি মাত্রা যোগ করে। বৃন্দা বলেন, ‘আমার মনে হয় লোকসভায় সৃজনের মতো যুবদের দরকার। এটা কোনও সাধারণ নির্বাচন নয়। এটা সংবিধান বাঁচানোর নির্বাচন।অভিনেত্রী ঊষশী চক্রবর্তী জানিয়েছেন, বামেদের প্রার্থীরাও এক একজন তারকা। সেই কারণে আলাদা করে তারকা নিয়ে এসে প্রচারের দরকার নেই। মানুষ সাড়া দিচ্ছে। দমদমে সুজন চক্রবর্তী এবার জিতবেন। সেই আশা এবার করছেন ঊষশী।

এরই পাশাপাশি, রবিবার সকালে দমদমে প্রচারে প্রচুর মানুষের সাড়া পাওয়া গিয়েছে। মানুষ এবার বদলের পক্ষেই মতামত দেবেন। এই দাবি করছেন দমদমে বাম প্রার্থী সুজন চক্রবর্তী। মানুষকে তিনি ভরসা করতে আহ্বান করেছেন। দমদম স্টেশনের সামনে থেকে এদিন সুবিশাল মিছিল বার হয়। বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে কুমোর পাড়া মোড়ে শেষ হয় ওই মিছিল। কংগ্রেসের নেতা তাপস মজুমদার সহ প্রচুর কংগ্রেস কর্মী – সমর্থককেও প্রচারে সামিল হতে দেখা যায়। দীর্ঘ দিন পর দমদম আবার বাম দুর্গে পরিণত হবে। এমনই আশা করছেন বাম কর্মী- সমর্থকরা৷




 

spot_img

Related articles

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...