Wednesday, August 20, 2025

নির্বিঘ্নেই মিটল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, গরম মোকাবিলায় কড়া পদক্ষেপ বোর্ডের

Date:

রবিবার নির্বিঘ্নেই মিটল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE)। এদিন ৩৮৮টি কেন্দ্রে মোট ১ লক্ষ ৪২ হাজার ৬৯২ জন পরীক্ষা দিলেন। পরীক্ষা দিতে আসতে যাতে পরীক্ষার্থীদের কোনওরকম অসুবিধা না হয় সেকারণে সকাল থেকেই ছিল বাড়তি ট্রেন( Train) ও মেট্রো (Metro)। রাজ্য প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সম্পন্ন হল পরীক্ষা(Exam)। গরমের মধ্যে পরীক্ষাকেন্দ্রগুলিতে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জেনারেটর এবং ওআরএসের ব্যবস্থা করা হয়।


পাশাপাশি এদিন কলকাতা মেট্রো রেলের তরফেও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা সকাল সাড়ে ৮টায় শুরু হয়। পাশাপাশি, পরীক্ষার কারণে সারা দিনে উত্তর থেকে দক্ষিণে যেখানে ১৩০ টি মেট্রো চলে সেখানে মোট ১৪০টি মেট্রো চলে বলে খবর। এদিকে রবিবার সকাল ১১ টা থেকে পরীক্ষা শুরু হলেও সকাল সাড়ে নটার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। প্রথমে বেলা ১টা পর্যন্ত প্রথম পত্রের অঙ্ক পরীক্ষা নেওয়া হয়। এরপর দ্বিতীয় পত্রের পদার্থবিদ্যা ও রসায়ন পরীক্ষা শুরু দুপুর ২ টো থেকে শুরু হয়ে চলে বিকেল চারটে পর্যন্ত।

তবে কোনওরকম নকল রুখতে কড়া পদক্ষেপ রাজ্য প্রশাসনের। রবিবার অ্যাডমিট কার্ড, আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া প্রার্থীর ছবি এবং সচিত্র পরিচয়পত্র থাকলে তবেই পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version