Monday, November 3, 2025

নির্বিঘ্নেই মিটল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, গরম মোকাবিলায় কড়া পদক্ষেপ বোর্ডের

Date:

রবিবার নির্বিঘ্নেই মিটল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE)। এদিন ৩৮৮টি কেন্দ্রে মোট ১ লক্ষ ৪২ হাজার ৬৯২ জন পরীক্ষা দিলেন। পরীক্ষা দিতে আসতে যাতে পরীক্ষার্থীদের কোনওরকম অসুবিধা না হয় সেকারণে সকাল থেকেই ছিল বাড়তি ট্রেন( Train) ও মেট্রো (Metro)। রাজ্য প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সম্পন্ন হল পরীক্ষা(Exam)। গরমের মধ্যে পরীক্ষাকেন্দ্রগুলিতে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জেনারেটর এবং ওআরএসের ব্যবস্থা করা হয়।


পাশাপাশি এদিন কলকাতা মেট্রো রেলের তরফেও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা সকাল সাড়ে ৮টায় শুরু হয়। পাশাপাশি, পরীক্ষার কারণে সারা দিনে উত্তর থেকে দক্ষিণে যেখানে ১৩০ টি মেট্রো চলে সেখানে মোট ১৪০টি মেট্রো চলে বলে খবর। এদিকে রবিবার সকাল ১১ টা থেকে পরীক্ষা শুরু হলেও সকাল সাড়ে নটার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। প্রথমে বেলা ১টা পর্যন্ত প্রথম পত্রের অঙ্ক পরীক্ষা নেওয়া হয়। এরপর দ্বিতীয় পত্রের পদার্থবিদ্যা ও রসায়ন পরীক্ষা শুরু দুপুর ২ টো থেকে শুরু হয়ে চলে বিকেল চারটে পর্যন্ত।

তবে কোনওরকম নকল রুখতে কড়া পদক্ষেপ রাজ্য প্রশাসনের। রবিবার অ্যাডমিট কার্ড, আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া প্রার্থীর ছবি এবং সচিত্র পরিচয়পত্র থাকলে তবেই পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version