Wednesday, November 5, 2025

নির্বিঘ্নেই মিটল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, গরম মোকাবিলায় কড়া পদক্ষেপ বোর্ডের

Date:

রবিবার নির্বিঘ্নেই মিটল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE)। এদিন ৩৮৮টি কেন্দ্রে মোট ১ লক্ষ ৪২ হাজার ৬৯২ জন পরীক্ষা দিলেন। পরীক্ষা দিতে আসতে যাতে পরীক্ষার্থীদের কোনওরকম অসুবিধা না হয় সেকারণে সকাল থেকেই ছিল বাড়তি ট্রেন( Train) ও মেট্রো (Metro)। রাজ্য প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সম্পন্ন হল পরীক্ষা(Exam)। গরমের মধ্যে পরীক্ষাকেন্দ্রগুলিতে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জেনারেটর এবং ওআরএসের ব্যবস্থা করা হয়।


পাশাপাশি এদিন কলকাতা মেট্রো রেলের তরফেও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা সকাল সাড়ে ৮টায় শুরু হয়। পাশাপাশি, পরীক্ষার কারণে সারা দিনে উত্তর থেকে দক্ষিণে যেখানে ১৩০ টি মেট্রো চলে সেখানে মোট ১৪০টি মেট্রো চলে বলে খবর। এদিকে রবিবার সকাল ১১ টা থেকে পরীক্ষা শুরু হলেও সকাল সাড়ে নটার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। প্রথমে বেলা ১টা পর্যন্ত প্রথম পত্রের অঙ্ক পরীক্ষা নেওয়া হয়। এরপর দ্বিতীয় পত্রের পদার্থবিদ্যা ও রসায়ন পরীক্ষা শুরু দুপুর ২ টো থেকে শুরু হয়ে চলে বিকেল চারটে পর্যন্ত।

তবে কোনওরকম নকল রুখতে কড়া পদক্ষেপ রাজ্য প্রশাসনের। রবিবার অ্যাডমিট কার্ড, আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া প্রার্থীর ছবি এবং সচিত্র পরিচয়পত্র থাকলে তবেই পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version