Friday, August 22, 2025

দুই ভিন্ন ব্যক্তিত্বের মানুষ, তবে একটি কারণে দুজনকে একই ছাদের তলায় দাঁড় করিয়েছে। একজন হলেন ‘ওয়ারিস পাঞ্জাব দে’ প্রধান অমৃতপাল সিং ও আর একজন হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একজন রয়েছেন আসামের ডিব্রুগড়ের একটি কারাগারে, অন্যজন রয়েছেন তিহার জেলে। তবে এমন কি ঘটলো যা দুইজনকে এক করে দিলো?

দুই নেতার মধ্যে দূরত্ব ২৩০০কিলোমিটারের। তবে দুজনই জেলবন্দি হলেও একজন লোকসভা ভোট দাঁড়াতে পারলেও অন্যজন পারবেন না নিজের ভোটটুকুও দিতে। জাতীয় নিরাপত্তা আইনের অধীনে ২৩এপ্রিল ২০২৩ সাল থেকে জেলবন্দি অমৃতপাল সিং। জানা গিয়েছে, অমৃতপাল পাঞ্জাবে খাদুর সাহেব লোকসভা আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। অমৃতপালের আইনজীবী রাজদেব সিং খালসা আগেই জানিয়েছিলেন, ‘ডিব্রুগড় সেন্ট্রাল জেলে আমি ভাই সাহেব এর সঙ্গে দেখা করেছিলাম। খালিস্তানি পন্থী হওয়ায় আমিই তাঁকে অনুরোধ জানিয়েছিলাম সাংসদ হওয়ার জন্য খাদুর সাহিব থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত তাঁর। ভাই সাহেব রাজি হয়েছেন। এবার নির্বাচনে তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়বেন তিনি।’

তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভোট দিতে না পারার নেপথ্য কারণ হল, কোনও অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেও যাঁরা বিচারাধীন কোনও মামলায় জেলবন্দি রয়েছেন, এখনও পর্যন্ত দোষী সাব্যস্ত হননি তাঁরা ভোট দিতে পারেন না। ফলে এই বছর লোকসভা ভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না অরবিন্দ কেজরিওয়াল।




Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version