Sunday, August 24, 2025

দুই ভিন্ন ব্যক্তিত্বের মানুষ, তবে একটি কারণে দুজনকে একই ছাদের তলায় দাঁড় করিয়েছে। একজন হলেন ‘ওয়ারিস পাঞ্জাব দে’ প্রধান অমৃতপাল সিং ও আর একজন হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একজন রয়েছেন আসামের ডিব্রুগড়ের একটি কারাগারে, অন্যজন রয়েছেন তিহার জেলে। তবে এমন কি ঘটলো যা দুইজনকে এক করে দিলো?

দুই নেতার মধ্যে দূরত্ব ২৩০০কিলোমিটারের। তবে দুজনই জেলবন্দি হলেও একজন লোকসভা ভোট দাঁড়াতে পারলেও অন্যজন পারবেন না নিজের ভোটটুকুও দিতে। জাতীয় নিরাপত্তা আইনের অধীনে ২৩এপ্রিল ২০২৩ সাল থেকে জেলবন্দি অমৃতপাল সিং। জানা গিয়েছে, অমৃতপাল পাঞ্জাবে খাদুর সাহেব লোকসভা আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। অমৃতপালের আইনজীবী রাজদেব সিং খালসা আগেই জানিয়েছিলেন, ‘ডিব্রুগড় সেন্ট্রাল জেলে আমি ভাই সাহেব এর সঙ্গে দেখা করেছিলাম। খালিস্তানি পন্থী হওয়ায় আমিই তাঁকে অনুরোধ জানিয়েছিলাম সাংসদ হওয়ার জন্য খাদুর সাহিব থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত তাঁর। ভাই সাহেব রাজি হয়েছেন। এবার নির্বাচনে তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়বেন তিনি।’

তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভোট দিতে না পারার নেপথ্য কারণ হল, কোনও অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেও যাঁরা বিচারাধীন কোনও মামলায় জেলবন্দি রয়েছেন, এখনও পর্যন্ত দোষী সাব্যস্ত হননি তাঁরা ভোট দিতে পারেন না। ফলে এই বছর লোকসভা ভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না অরবিন্দ কেজরিওয়াল।




Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version