Monday, August 25, 2025

‘ওষুধের দাম বাড়ছে কেন?’ বৃদ্ধের একের পর এক প্রশ্নবাণে মেজাজ হারালেন দিলীপ

Date:

ইলেক্টোরাল বন্ড মারফত টাকা তোলার জন্য নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ছে কেন? বর্ধমান দুর্গাপুরের
বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে সামনে পেয়ে এমনই এক অভিযোগ তুললেন এক প্রবীণ নাগরিক। জবাব দিতে গিয়ে মেজাজ হারালেন দিলীপ।

আজ, সোমবার সকালে বর্ধমান শহরের কালীবাজার এলাকায় চা-চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। তখনই বর্ধমান শহরেরই শাঁখারীপুকুর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বিষ্টু সরকার তাঁকে দেখতে পেয়ে ক্রমাগত ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করেন। আর ওই বৃদ্ধের এমন প্রশ্ন শুনেই মেজাজ হারান দিলীপ ঘোষ।

বিষ্টু সরকার নামের ওই বৃদ্ধ নাগরিকের দাবি, ইলেকট্ররাল বন্ডের জন্য ওষুধের দাম বাড়ছে। আপনারা ইলেকট্ররাল বন্ড নিচ্ছেন, তাই দাম বাড়ছে ওষুধের। বৃদ্ধের কথায়, “আমার ৩ হাজার টাকার মতো ওষুধ লাগে। পেপারে দেখাচ্ছে আপনারা ইলেকট্রল বন্ড নিচ্ছেন তার জন্য ওষুধের দাম বাড়ছে। আমার তিন হাজার টাকার জায়গায় ৩৭০০ টাকা লাগছে।”

পাল্টা দিলীপ ঘোষ বলেন, “ওরা বলছে আপনি বিশ্বাস করেন। ওরাও নিয়েছে বন্ড, যারা বলছে।” সেই নাগরিকের জবাব, ‘সিপিএমই তো মামলা করল। ওরা তো টাকা নেয় নি।” তখনই কিছুটা মেজাজ হারিয়ে দিলীপ ঘোষ নিজের মতো যুক্তি খাড়া করতে থাকেন। বিজেপি নেতার কথায়, “এর সঙ্গে ওষুধের কি সম্পর্ক? মোদিজি জন-ঔষুধী দোকান দিয়েছে। সেখানে ৯০% ডিসকাউন্ট। সেখান থেকে ওষুধ কিনুন। আপনি খোঁজ রাখুন।”

পাল্টা সেই বৃদ্ধ বলেন, “কোথায় ডিসকাউন্ট? আমরা তো কিনতে যাই। আমাদের তো ১৫ পার্সেন্ট ডিসকাউন্ট দেয়।” প্রতিনিয়ত দাম বাড়ছে। বচসা এখানেই থেমে থাকেনি। দিলীপ ঘোষ জিজ্ঞাসা করেন, “আপনার বয়স কত? তখন কত দাম ছিল?” প্রবীণ নাগরিকের উত্তর, “১৪ সালে এত দাম ছিল না।” বৃদ্ধের একের পর এক প্রশ্নবানের মুখে পড়ে দিলীপ ঘোষ বলেন, “ফ্রিতে চাল পাচ্ছেন, ডাল পাচ্ছেন, গ্যাস পাচ্ছেন। বিনামূল্যে ৮০ কোটি লোক চাল পাচ্ছে। অনেক দিয়েছেন আপনারা। আমি জানি আপনি কি বলতে চাইছেন। দেখলে বোঝা যায়। বাংলাকে শ্মশান করেছেন আপনারা।”

পরে বিষ্টু সরকার সাংবাদিকদের জানান, “উনি আমাকে বলছেন আমি নাকি সিপিএমের লোক। এটা কেন বলবেন? আমি তো ভোটার হিসেবে ওঁকে প্রশ্ন করতেই পারি! উনি তো উত্তর দিতে বাধ্য।”

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version