Saturday, May 3, 2025

সোমবারও মুর্শিদাবাদে (Murshidabad ) জোড়া সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথম সভাটি হবে মুর্শিদাবাদ লোকসভা এলাকার ভাগবানগোলা বিধানসভা এলাকায়। এই কেন্দ্রে এসে মমতা এক সঙ্গে লোকসভার প্রার্থী আবু তাহের খান ও বিধানসভার উপনির্বাচনের প্রার্থী রেয়াত হোসেন সরকারের সমর্থনে সভা করবেন। অন্যদিকে, বিধায়ক ইদ্রিশ আলির মৃত্যুতে ভগবানগোলায় উপনির্বাচন হচ্ছে। সেখানে প্রচার সারবেন তিনি। এরপর জঙ্গিপুর লোকসভা অন্তর্গত খড়গ্রামেও জনসভা করবেন মমতা। এই কেন্দ্রে তৃণমূলের (TMC) প্রার্থী হয়েছেন, বিদায়ী সাংসদ খলিলুর রহমান। তবে এদিনের সভ ঘিরে কর্মী সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তীব্র গরমকে উপেক্ষা করে সকাল থেকেই সভাস্থলে জড়ো হচ্ছেন কর্মী সমর্থকরা।

অন্যদিকে, আজ তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে আমতার বাকসি ফুটবল মাঠে জনসভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এরপর হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দাসনগর মোড় থেকে বালটিকুড়ি মুক্তারাম দে হাইস্কুল পর্যন্ত রোড শো রয়েছে তাঁর। এই কর্মসূচিকে ঘিরে হাওড়া তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। এই দুই জায়গাতেই পুলিশের কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই সভাস্থল ঘুরে দেখেছেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়। শুক্রবার থেকেই চলছে প্রস্তুতি। এদিকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। উপস্থিত ছিলেন হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র। ইতিমধ্যেই রাস্তার বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে সিসিটিভি। এলাকা ঘেরা হয়েছে কড়া নিরাপত্তা বেষ্টনীতে।

Related articles

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...
Exit mobile version