Wednesday, August 20, 2025

সোমবারও মুর্শিদাবাদে (Murshidabad ) জোড়া সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথম সভাটি হবে মুর্শিদাবাদ লোকসভা এলাকার ভাগবানগোলা বিধানসভা এলাকায়। এই কেন্দ্রে এসে মমতা এক সঙ্গে লোকসভার প্রার্থী আবু তাহের খান ও বিধানসভার উপনির্বাচনের প্রার্থী রেয়াত হোসেন সরকারের সমর্থনে সভা করবেন। অন্যদিকে, বিধায়ক ইদ্রিশ আলির মৃত্যুতে ভগবানগোলায় উপনির্বাচন হচ্ছে। সেখানে প্রচার সারবেন তিনি। এরপর জঙ্গিপুর লোকসভা অন্তর্গত খড়গ্রামেও জনসভা করবেন মমতা। এই কেন্দ্রে তৃণমূলের (TMC) প্রার্থী হয়েছেন, বিদায়ী সাংসদ খলিলুর রহমান। তবে এদিনের সভ ঘিরে কর্মী সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তীব্র গরমকে উপেক্ষা করে সকাল থেকেই সভাস্থলে জড়ো হচ্ছেন কর্মী সমর্থকরা।

অন্যদিকে, আজ তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে আমতার বাকসি ফুটবল মাঠে জনসভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এরপর হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দাসনগর মোড় থেকে বালটিকুড়ি মুক্তারাম দে হাইস্কুল পর্যন্ত রোড শো রয়েছে তাঁর। এই কর্মসূচিকে ঘিরে হাওড়া তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। এই দুই জায়গাতেই পুলিশের কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই সভাস্থল ঘুরে দেখেছেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়। শুক্রবার থেকেই চলছে প্রস্তুতি। এদিকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। উপস্থিত ছিলেন হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র। ইতিমধ্যেই রাস্তার বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে সিসিটিভি। এলাকা ঘেরা হয়েছে কড়া নিরাপত্তা বেষ্টনীতে।

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...
Exit mobile version