Sunday, May 4, 2025

১) আইএসএল-এর ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন দ্বিতীয় লেগের সেমিফাইনালে ওড়িশা এফসিকে ২-০ গোলে হারালো আন্তোনিও লোপেজ হাবাসের দল। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জয় পেল মোহনবাগান। প্রথম লেগে ১-২ গোলে হেরেছিলো বাগান ব্রিগেড। এদিন বাগানের হয়ে গোল দুটি করেন জেসন ক্যামিংস এবং সুপার সাব হিসাবে নামা সাহাল আব্দুল সামাদের।

২) আগামী ১ জুন থেকে থেকে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আর সূত্রের খবর, ভারতীয় দল নিয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আলোচনা করতে শনিবার দিল্লি উড়ে গিয়েছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকার। জানা যাচ্ছে, রোহিতের সঙ্গে বৈঠক করতেই দিল্লি গিয়েছেন তিনি।কারণ সামনেই বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপের দল নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া।

৩) ফের শাস্তি ঈশান কিষাণের কপালে। এবার আইপিএলেও শাস্তি পেলেন মুম্বইয়ের উইকেটকিপার। আইপিএলের আচরণ বিধি ভঙ্গের জন্য তাঁর ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ না মেনে ঘরোয়া ক্রিকেট না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে ঈশানকে।

৪) তিরন্দাজি বিশ্বকাপে ইতিহাস তৈরি করলেন ভারতীয় তীরন্দাজ ধীরজ বোম্মাডিভারা, তরুণদীপ রাই এবং প্রবীণ যাদবরা। তাদের হাত ধরেই তিরন্দাজি বিশ্বকাপে অলিম্পিক্স চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতল ভারতের রিকার্ভ দল। হাড্ডাহাড্ডি ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ভারত হারালো ৫৭-৫৭, ৫৭-৫৫, ৫৫-৫৩ ফলে। এর সুবাদে প্রতিযোগিতায় মোট পাঁচটি সোনা জিতলেন ভারতীয় তিরন্দাজেরা।

৫) আজ ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে নামছে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে শ্রেয়সদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। শেষ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে ২৬১ রান করেও হারতে হয়েছে কলকাতাকে।সেই ম্যাচের জ্বালা ভুলে সৌরভ গোঙ্গোপাধ্যায়ের দিল্লির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া কেকেআর।

আরও পড়ুন- আইএসএল-এর ফাইনালে মোহনবাগান , যুবভারতীতে ওড়িশা এফসিকে হারালো ২-০ গোলে

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version