Sunday, November 9, 2025

গ্রামাঞ্চলের পাশাপাশি শহরেও যাতে ভোটদানের হার বাড়ে সেই লক্ষ্যে উদ্যোগী নির্বাচন কমিশন (Election Commission of India)। শহুরে ভোটারদের সচেতন করতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই অঙ্গ হিসাবে একটি বিশেষ ট্রাম (Special Tram in the city) এদিন রাস্তায় নামল। কলকাতা উত্তর জেলা নির্বাচনী আধিকারিকের দফতরের উদ্যোগে ট্রামটি ৩০ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এসপ্লানেড থেকে শ্যামবাজার পর্যন্ত বিভিন্ন পথ পরিক্রমা করবে । সোমবার ধর্মতলার ট্রাম ডিপো থেকে ওই ট্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব (Ariz Aftab)।

সাম্প্রতিক বিভিন্ন নির্বাচনে ভোটগ্রহণের হারে সার্বিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। চলতি লোকসভা নির্বচনের প্রথম দফাতেও ভোটদানের নিরিখে গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল এরাজ্য। আগামী দফার ভোটগুলিতেও যাতে এই প্রবণতা অক্ষুন্ন থাকে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত কলকাতার নগরপাল বিনীত গোয়েল বলেন, নাগরিকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সাধারণ ভোটারদের সুরক্ষা দেওয়াটাও পুলিশের দায়িত্ব। ভোটগ্রহণের দিন কলকাতার সাধারণ নাগরিক যাতে অবাধ ও সুষ্ঠু ভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে। পাঁচ দিনের কর্মসূচির প্রথম দিনে থাকছে বিশেষভাবে সক্ষমদের আঁকা চিত্র ও শিল্পকলার প্রদর্শনী। দ্বিতীয় দিনে থাকছে ইভিএম ও ভিভি প্যাট নিয়ে সচেতনতা প্রচার। তৃতীয় দিনে প্রবীণদের জন্য বিশেষ কর্মসূচির পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করা হবে। চতুর্থ ও পঞ্চম দিনে তরুণ প্রজন্মকে ভোট দানে উত্সাহিত করার সঙ্গে সঙ্ঘগে আয়োজন করা হবে সেলফি প্রতিযোগিতারও। এদিনের অনুষ্ঠানে রাজ্যের পরিবহন সচিব সৌমিত্র মোহন, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বিজিত ধর, কলকাতা উত্তরের জেলা নির্বাচনী আধিকারিক শুভাঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Related articles

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...
Exit mobile version