Wednesday, November 12, 2025

যোগগুরু রামদেবের (Yogguru Ramdev) বিরুদ্ধে দায়ের ফৌজদারি মামলা! সুপ্রিম কোর্টে (SC) তিরস্কারের পর আরও বিপাকে পতঞ্জলি (Patanjali) । এখানেই শেষ নয় পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল করেছে উত্তরাখণ্ড সরকার (Uttarakhand Government)। একইসঙ্গে রামদেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার অনুমোদন দেওয়া হয়েছে উত্তর ভারতের এই রাজ্যের তরফে। পাশাপাশি সাফ জানানো হয়েছে, রামদেবের সংস্থা পতঞ্জলির বিজ্ঞাপন প্রকাশ করলেও কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে।

সোমবার সুপ্রিম কোর্টের কাছে হলফনামা পেশ করে উত্তরাখণ্ড সরকার জানায়, গত ১৫ এপ্রিল রাজ্যের লাইসেন্সিং অথরিটি পতঞ্জলির ১৪টি পণ্য উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে। যে পণ্যগুলোর লাইসেন্স বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে, শ্বাসারি গোল্ড, শ্বাসারি ভাটি, দিব্য ব্রঙ্কম, শ্বাসারি প্রবাহী, শ্বাসারি আভালেহ, মুক্ত ভাটি এক্সট্রা পাওয়ার, লিপিডম, বিপি গ্রিট, মধুগ্রিত, মধুনাশিনী ভাটি এক্সট্রা পাওয়ার, লিভামৃত অ্যাডভান্স, লিভোগ্রিট গোল্ড, এবং পতঞ্জলি দৃষ্টি আইড্রপ। এদিকে রামদেব ও তাঁর সহকারী আচার্য বালকৃষ্ণর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন আয়ুর্বেদিক ও ইউনানি আধিকারিক। এবং পতঞ্জলির বিরুদ্ধেও আলাদাভাবে মামলা দায়ের করা হয়েছে।

উত্তরাখণ্ডের লাইসেন্সিং অথরিটি নোটিস জারি করে রাজ্যবাসীকে জানিয়েছে, রামদেবের সংস্থা পতঞ্জলি পণ্যের বিজ্ঞাপন ছাপানো হলেই কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। হতে পারে জরিমানা বা কারাদণ্ড। একইসঙ্গে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পতঞ্জলির বিরুদ্ধে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় সুপ্রিম কোর্টে লাগাতার ভর্ৎসিত রামদেব। এবার কোর্টের বাইরেও অস্বস্তিতে যোগগুরু।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version