Friday, November 7, 2025

যোগগুরু রামদেবের (Yogguru Ramdev) বিরুদ্ধে দায়ের ফৌজদারি মামলা! সুপ্রিম কোর্টে (SC) তিরস্কারের পর আরও বিপাকে পতঞ্জলি (Patanjali) । এখানেই শেষ নয় পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল করেছে উত্তরাখণ্ড সরকার (Uttarakhand Government)। একইসঙ্গে রামদেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার অনুমোদন দেওয়া হয়েছে উত্তর ভারতের এই রাজ্যের তরফে। পাশাপাশি সাফ জানানো হয়েছে, রামদেবের সংস্থা পতঞ্জলির বিজ্ঞাপন প্রকাশ করলেও কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে।

সোমবার সুপ্রিম কোর্টের কাছে হলফনামা পেশ করে উত্তরাখণ্ড সরকার জানায়, গত ১৫ এপ্রিল রাজ্যের লাইসেন্সিং অথরিটি পতঞ্জলির ১৪টি পণ্য উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে। যে পণ্যগুলোর লাইসেন্স বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে, শ্বাসারি গোল্ড, শ্বাসারি ভাটি, দিব্য ব্রঙ্কম, শ্বাসারি প্রবাহী, শ্বাসারি আভালেহ, মুক্ত ভাটি এক্সট্রা পাওয়ার, লিপিডম, বিপি গ্রিট, মধুগ্রিত, মধুনাশিনী ভাটি এক্সট্রা পাওয়ার, লিভামৃত অ্যাডভান্স, লিভোগ্রিট গোল্ড, এবং পতঞ্জলি দৃষ্টি আইড্রপ। এদিকে রামদেব ও তাঁর সহকারী আচার্য বালকৃষ্ণর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন আয়ুর্বেদিক ও ইউনানি আধিকারিক। এবং পতঞ্জলির বিরুদ্ধেও আলাদাভাবে মামলা দায়ের করা হয়েছে।

উত্তরাখণ্ডের লাইসেন্সিং অথরিটি নোটিস জারি করে রাজ্যবাসীকে জানিয়েছে, রামদেবের সংস্থা পতঞ্জলি পণ্যের বিজ্ঞাপন ছাপানো হলেই কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। হতে পারে জরিমানা বা কারাদণ্ড। একইসঙ্গে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পতঞ্জলির বিরুদ্ধে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় সুপ্রিম কোর্টে লাগাতার ভর্ৎসিত রামদেব। এবার কোর্টের বাইরেও অস্বস্তিতে যোগগুরু।

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version