Monday, August 25, 2025

যোগগুরু রামদেবের (Yogguru Ramdev) বিরুদ্ধে দায়ের ফৌজদারি মামলা! সুপ্রিম কোর্টে (SC) তিরস্কারের পর আরও বিপাকে পতঞ্জলি (Patanjali) । এখানেই শেষ নয় পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল করেছে উত্তরাখণ্ড সরকার (Uttarakhand Government)। একইসঙ্গে রামদেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার অনুমোদন দেওয়া হয়েছে উত্তর ভারতের এই রাজ্যের তরফে। পাশাপাশি সাফ জানানো হয়েছে, রামদেবের সংস্থা পতঞ্জলির বিজ্ঞাপন প্রকাশ করলেও কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে।

সোমবার সুপ্রিম কোর্টের কাছে হলফনামা পেশ করে উত্তরাখণ্ড সরকার জানায়, গত ১৫ এপ্রিল রাজ্যের লাইসেন্সিং অথরিটি পতঞ্জলির ১৪টি পণ্য উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে। যে পণ্যগুলোর লাইসেন্স বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে, শ্বাসারি গোল্ড, শ্বাসারি ভাটি, দিব্য ব্রঙ্কম, শ্বাসারি প্রবাহী, শ্বাসারি আভালেহ, মুক্ত ভাটি এক্সট্রা পাওয়ার, লিপিডম, বিপি গ্রিট, মধুগ্রিত, মধুনাশিনী ভাটি এক্সট্রা পাওয়ার, লিভামৃত অ্যাডভান্স, লিভোগ্রিট গোল্ড, এবং পতঞ্জলি দৃষ্টি আইড্রপ। এদিকে রামদেব ও তাঁর সহকারী আচার্য বালকৃষ্ণর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন আয়ুর্বেদিক ও ইউনানি আধিকারিক। এবং পতঞ্জলির বিরুদ্ধেও আলাদাভাবে মামলা দায়ের করা হয়েছে।

উত্তরাখণ্ডের লাইসেন্সিং অথরিটি নোটিস জারি করে রাজ্যবাসীকে জানিয়েছে, রামদেবের সংস্থা পতঞ্জলি পণ্যের বিজ্ঞাপন ছাপানো হলেই কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। হতে পারে জরিমানা বা কারাদণ্ড। একইসঙ্গে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পতঞ্জলির বিরুদ্ধে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় সুপ্রিম কোর্টে লাগাতার ভর্ৎসিত রামদেব। এবার কোর্টের বাইরেও অস্বস্তিতে যোগগুরু।

 

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version