Sunday, November 16, 2025

বাগনানের তৃণমূল বিধায়কের উপর হামলা, আক্রান্ত ১১ তৃণমূল কর্মী

Date:

ভোটের আবহে তপ্ত বাগনান (Bagnan)। বাঁশ , রড, লাঠি নিয়ে তৃণমূল বিধায়ক অরুনাভ সেনের (Arunabha Sen) উপর হামলা। অভিযোগ সিপিআইএমের (CPIM)বিরুদ্ধে। বিধায়ককে বাঁচাতে গিয়ে গুরুতর জখম দেহরক্ষী, ভর্তি আইসিইউতে। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত ১১ জন তৃণমূল কর্মী। প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার রাতে বাগনান থানার কলেজ মোড়ের কাছে এই ঘটনা ঘটে। তৃণমূল সূত্রে জানা যায় বাগনান থানার বাকসিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা সেরে বাগনান বিধায়ক অরুনাভ সেনের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে একটি চায়ের দোকানে দলের কয়েকজন সমর্থক আড্ডা দিচ্ছিলেন। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী তৃণমূল সমর্থকদের উপরে চড়াও হয়। এলাকায় শান্তি বজায় রাখতে খবর পেয়েই বিধায়ক অরুনাভ সেন এবং তাঁর দেহরক্ষী রাজকুমার মাঝি ডিউটিরত অবস্থায় ঘটনাস্থল কলেজ মোড়ে উপস্থিত হলে দুষ্কৃতীরা বাঁশ, লাঠি নিয়ে বিধায়ককে মারতে শুরু করে। বাধা দিতে গেলে দুষ্কৃতীদের রডের আঘাতে দেহরক্ষীর মাথা ফেটে যায়, চোখেও আঘাত লাগে গুরুতর। বিধায়ক অরুণাভ সেনের দেহরক্ষী রাজকুমার মাঝিকে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁর মাথায় তিনটি সেলাই দেন। পাশাপাশি স্ক্যান করানো হয় মাথার চোখেও মারাত্মক চোট পান তিনি। দেহরক্ষীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনিএকটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই হামলা বলে দাবি করেছেন অরুনাভ সেন। তদন্তে নেমেছে বাগনান থানার পুলিশ (Bagnan Police)।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version