Sunday, November 16, 2025

শনিবার আইএসএল-এর ফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। ইতিমধ্যে লিগ-শিল্ড জয় করেছে মোহনবাগান। এবার আন্তোনিও হাবাসের দলের পাখির চোখ আইএসএল ট্রফি। তবে তার আগে ধাক্কা বাগান শিবিরে। ফাইনালে নেই সাদিকু। এদিকে মঙ্গলবার ফুটবলারদের ছুটি দিয়েছেন স্প্যানিশ কোচ। বুধবার থেকে ফাইনালের প্রস্তুতি শুরু হবে মনবীর সিংদের।

ডুরান্ড কাপ জয় দিয়ে মরশুম শুরু করেছিল মোহনবাগান। প্রথমবার লিগ-শিল্ড জিতে ইতিহাস গড়ার পর টানা দু’বার আইএসএল কাপ জয়ের দোড়গোড়ায় দাঁড়িয়ে দিমিত্রি পেত্রাতোসরা। আগামী শনিবার আরও একবার উত্তাল হবে যুবভারতী। মোহনবাগান ওঠায় প্রতিযোগিতার নিয়মানুযায়ী লিগের সর্বোচ্চ পয়েন্টের অধিকারী হিসেবে তারাই ঘরের মাঠে আইএসএল ফাইনাল খেলার সুযোগ পাচ্ছে। খেতাব ধরে রাখার মেগা লড়াইয়ের আগে ধাক্কা সবুজ-মেরুন শিবিরে। ভুবনেশ্বরে সেমিফাইনালের প্রথম লেগে লাল কার্ড দেখা এবং রেফারির সঙ্গে দুর্ব্যবহার করার শাস্তি হিসেবে চার ম্যাচ নির্বাসিত আর্মান্দো সাদিকু। ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি মোহনবাগানের আলবেনীয় ফরোয়ার্ডকে কড়া শাস্তির নিদান শুনিয়েছে।

দেড় মাস পর মাঠে নেমে যুবভারতীতে ম্যাচের সংযুক্ত সময়ে গোল করে মোহনবাগানকে ফাইনালে উঠতে সাহায্য করেছেন সাহাল আব্দুল সামাদ। আইএসএলের প্লে-অফে তাঁর দ্বিতীয় গোল। এর আগে কেরালা ব্লাস্টার্সের হয়ে গোল করেছিলেন দু’বছর আগে জামশেদপুরের বিরুদ্ধে। সবুজ-মেরুন জার্সিতে নিজের গোল উৎসর্গ করেছেন স্ত্রী-কে। বলেছেন, ‘‘স্ত্রীকেই গোলটা উৎসর্গ করলাম। অনেক দিন পর মাঠে ফিরলাম। এতদিন ও আমার পাশে ছিল। ওকে ধন্যবাদ। সমর্থকরা প্রথম মিনিট থেকে পাশে ছিল। প্রতিদানে দলকে ফাইনালে তুলতে পারার থেকে ভাল উপহার আর কীই বা হতে পারে! ফাইনালে সামনে যেই থাকুক, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব। আইএসএলে দ্বিমুকুট আর মরশুমে ত্রিমুকুট জিততে চাই।’’

যুবভারতীতে আর এক গোলদাতা জেসন ক্যামিংস বললেন, ‘‘আমাদের বিশ্বাস, আইএসএল কাপও জিতব। ত্রিমুকুট জয়ের জন্য নিজেদের উজাড় করে দিতে হবে।’’ দলের নির্ভরযোগ্য প্লে-মেকার দিমিত্রি বলেছেন, ‘‘লিগ-শিল্ডের পর কাপ আমাদের চাই। রিকভারির পর ফোকাস থাকবে শুধুই ফাইনালে।’’

আরও পড়ুন- মহারাজের সামনেই তাঁর রেকর্ড ভাঙলেন সল্ট, ইডেনে গড়লেন নজির


Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version