‘ঠিক মতন আমরা ব্যাট করতে পারিনি, তাই হার’, কলকাতার কাছে হেরে বললেন পন্থ

ম্যাচ শেষে পন্থ বলেন,” প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত খারাপ ছিল না। কিন্তু আমরা ব্যাট করতে পারিনি ঠিক করে। তাই এই অবস্থা।

গতকাল কলকাতা নাইট রাইডার্সের কাছে ৭ উইকেটে হারে দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে কেকেআরের বিরুদ্ধে ১৫৩ রান করে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় কেকেআর। কোথায় ভুল? ম্যাচ শেষে জানালেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। পন্থের মতে ব্যাটিং-এর কারণেই হারের মুখ দেখে দিল্লি।

ম্যাচ শেষে পন্থ বলেন,” প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত খারাপ ছিল না। কিন্তু আমরা ব্যাট করতে পারিনি ঠিক করে। তাই এই অবস্থা। ১৫০ রান করে এই মাঠে জেতা কঠিন। আমরা নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়েছি। সব দিন তো জেতা সম্ভব নয়। গত পাঁচটি ম্যাচের চারটিতে আমরা জিতেছি। কিন্তু টি-২০তে এমন এক একটা ম্যাচ হয়। আমার মনে হয় প্রথমে ব্যাট করে অন্তত ১৮০ বা ২১০ রান করতে হত। বোলারদের হাতে লড়াই করার মতো রান তুলে দিতে পারিনি আমরা।“

চলতি আইপিএল-এ ১১টি ম্যাচ খেলে ফেলেছে দিল্লি। ১১ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে পন্থের দল। পাঁচটি ম্যাচ জিতেছে তারা।

আরও পড়ুন- দিল্লীর বিরুদ্ধে জয় পেয়ে কী বললেন কলকাতা অধিনায়ক শ্রেয়স আইয়র ?

Previous articleঅভিনব গবেষণা কেন্দ্র চালু করল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়
Next articleভোটকেন্দ্রে ‘দাদাগিরি’, প্রিসাইডিং অফিসারকে চড় মারার অপরাধে গ্রেফতার বিজেপি নেতা