Saturday, May 3, 2025

লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না প্রিয়াঙ্কা! আমেঠি-রায়বরেলী চিন্তা বাড়ছে কংগ্রেসের

Date:

লোকসভা নির্বাচনে (Loksabha Election) প্রার্থী হতে চান না প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Badra)! কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ইতিমধ্যে তিনি সে কথা জানিয়েও দিয়েছেন। কিন্তু রাহুল গান্ধী (Rahul Gandhi) ওয়েনাড়ের পাশাপাশি আমেঠি বা রায়বরেলী থেকে প্রার্থী হবেন কি না, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারবে না হাত শিবির (Congress)।

আমেঠি, রায়বরেলীর প্রার্থী কারা হবেন, তা নিয়ে সোমবার রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে প্রিয়াঙ্কার আলোচনা হয়েছিল। প্রিয়াঙ্কা তাঁকে জানিয়েছেন, তিনি গোটা দেশে প্রচারে মন দিতে চান। শুধু আমেঠিতে লড়তে গেলে তিনি একটি আসনে আটকে যাবেন। অন্যদিকে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ শিবির বলছে, এখন আমেঠি থেকে লড়তে হলে প্রিয়াঙ্কার হাতে বেশি সময় নেই। স্মৃতি অনেক আগেই প্রচার শুরু করে দিয়েছেন। আর প্রথম বার ভোটে নেমেই প্রিয়াঙ্কা হার দিয়ে শুরু করতে চান না। আর সেকারণেই প্রিয়াঙ্কা যে লড়ছেন না, সেটা স্পষ্ট। কারণ ৩ মে পর্যন্ত রোজই তাঁর প্রচার কর্মসূচি রয়েছে।

অন্যদিকে রাহুলের অবশ্য ১ ও ৩ মে কোনও প্রচার কর্মসূচি নেই। যার অর্থ, তিনি দু’দিনের মধ্যে যে কোনও দিন আমেঠি বা রায়বরেলী থেকে মনোনয়ন জমা দিতে পারেন। তবে কংগ্রেসের একটি সূত্রের খবর, রাহুল গান্ধী প্রাথমিক ভাবে এ বার শুধু কেরলের ওয়েনাড় থেকেই লড়তে চেয়েছেন। কিন্তু কংগ্রেসের সকলে মনে করছেন, উত্তরপ্রদেশে দুই আসন থেকে গান্ধী পরিবারের কেউ না লড়লে ভোটের আবহে দেশবাসীর কাছে খারাপ বার্তা যাবে। সে ক্ষেত্রে রাহুলের এবার আমেঠির বদলে সোনিয়া গান্ধীর গত বিশ বছরের আসন রায়বরেলি থেকে ভোটে লড়ার সম্ভাবনা বেশি।

Related articles

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...
Exit mobile version