ফের মালদহ! বিজেপি নেতার গাড়ি থেকে বাজেয়াপ্ত লক্ষ লক্ষ টাকা

রাজ্যের শাসক দল তৃণমূল বার বার ও অভিযোগ করে আসছে, ভোটে জেতার জন্য বিজেপি টাকা ছড়াচ্ছে। টাকা দিয়ে ভোট কিনতে চাইছে। তৃণমূলের অভিযোগেই যেন সিলমোহর। লোকসভার ভোটের মধ্যেই ফের এ রাজ্যে এক বিজেপি নেতার গাড়িতে মিলল লক্ষ লক্ষ টাকা। বাজেয়াপ্ত করল নির্বাচন করল নির্বাচন কমিশন। ফের মালদহে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হল প্রায় ৮ লক্ষ টাকা।

বুধবার মালদহের রতুয়ার সামসি জিয়াগাছি তে নাকা চেকিং চলাকালীন বিজেপি নেতার গাড়ি থেকে এই টাকা উদ্ধার হয় বলে জানা গেছে। তিলক রাম নামে এক বিজেপি নেতার বাড়ি থেকে এই টাকা উদ্ধার হয়েছে। তিলক রাম নামে ওই নেতা চাচোলের দুর্গাবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি পর্যাপ্ত প্রমাণপত্র দেখাতে না পাওয়াই টাকা বাজেয়াপ্ত করা হয়। এ নিয়ে মালদহে দুবার বিজেপি নেতার গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হল। উল্লেখ্য, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রকে ইক্সপেন্ডেচার সেন্সেটিভ জোন হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ঘোষণার পর থেকেই মালদা শহরের বিভিন্ন মোড়ে শুরু হয়েছে নাকা চেকিং।

আরও পড়ুন- ভোটের আগে তৃণমূলে যোগদান, শক্তি বাড়ল বসিরহাটে