Monday, November 3, 2025

শনিবার আইএসএল-এর ফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট । প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। আর তারই প্রস্তুতি শুরু করে দিল বাগান ব্রিগেড। মে দিবসে ছুটির দিনই আইএসএল ফাইনালের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান। যুবভারতীতে আরও একবার মুম্বই সিটি এফসি-কে হারিয়ে আইএসএলের দ্বিমুকুট এবং মরশুমে ত্রিমুকুট জিততে চান দিমিত্রি পেত্রাতোসরা। তবে মোহনবাগানের উৎসব ভেস্তে দিতে মরিয়া মুম্বই। লিগ-শিল্ড হারানোর বদলা শনিবার যুবভারতীতেই আইএসএলের কাপ ফাইনালে নিতে চান জর্জ পেরেরা দিয়াজরা। মুম্বইয়ের চেক কোচ পিটার ক্র্যাটকি ফাইনালের আগে মোহনবাগানকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। জানিয়েছেন, ফাইনালে অন্য চেহারায় দেখা যাবে মুম্বইকে।

ক্র্যাটকি বলেছেন, ‘‘ফাইনাল ম্যাচটা জমজমাট হবে। গ্যালারিতে ৬০ হাজার দর্শক থাকবে। মোহনবাগান কত ভাল দল, সেটা আমরা জানি। মোহনবাগানের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে আমরা কী ভুল করে শিল্ড হারিয়েছি, সেটা জানি। ফাইনালে আরও উন্নত ফুটবল খেলার চেষ্টা করব। আশা করি, মুম্বইকে অন্য চেহারায় দেখা যাবে।’’

মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস তাঁর ছেলেদের নিয়ে বুধবার থেকে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ফাইনালের মহড়া শুরু করেছেন। ছাংতে-দিয়াজদের আক্রমণ নিষ্ক্রিয় করতে ডাবল পিভট রেখে রক্ষণ জমাট রাখার প্রস্তুতি নিচ্ছেন বাগানের স্প্যানিশ কোচ। উইং প্লে এবং সেট পিস থেকে জেসন কামিন্স, মনবীর সিংদের দিয়ে গোল করার অনুশীলনও চলছে। কামিন্স আবার অস্ট্রেলিয়ার ‘এ’ লিগে পিটার ক্র্যাটকির মেলবোর্ন সিটির বিরুদ্ধে প্রতিবার গোল করেছেন। ক্র্যাটকি এবার মুম্বইয়ের ডাগ আউটে। আইএসএলে ১১ গোল করা অস্ট্রেলীয় বিশ্বকাপার কি পারবেন এবারও দলকে জেতাতে?

এদিকে আইএসএলে সেরা কোচের পুরস্কার জেতা কার্যত নিশ্চিত হাবাসের। সূত্রের খবর, হাবাসই এগিয়ে রয়েছেন।

আরও পড়ুন- টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পেস আক্রমণ পছন্দ নয় মদন লালের


Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...
Exit mobile version