Sunday, January 18, 2026

ভোটের মুখে দিল্লি মহিলা কমিশনের ২২৩ কর্মীকে ছাঁটাই লেফ্টেন্যান্ট গভর্নরের

Date:

Share post:

লোকসভা ভোটের মুখে এবার চাকরি হারালেন ২০০ জনেরও বেশি আধিকারিক। হ্যাঁ ঠিকই শুনেছেন। লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার নির্দেশে দিল্লি মহিলা কমিশনের ২২৩ জন কর্মীকে অপসারণ করা হয়েছে।অভিযোগ, দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল তাঁর আমলে বিনা অনুমতিতে এই কর্মীদের নিয়োগ করেছিলেন। কর্মচারীদের অপসারণের এই আদেশে ডিসিডব্লিউ আইনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, কমিশনে মাত্র ৪০টি পদ অনুমোদন রয়েছে।দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা দিল্লি কমিশন ফর উইমেনের ২২৩ জন কর্মচারীকে তাদের কর্মসংস্থানকে “অনিয়মিত” এবং “অবৈধ” মনে করে তাদের অপসারণের অনুমোদন দিয়েছেন।

আইন অনুযায়ী, মহিলা কমিশনের কর্মী রাখার কোনও ক্ষমতা নেই। এরপরেও সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত, মহিলা কমিশনে ২২৩ টি অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল। কয়েকদিন পর ডিডাব্লিউসিডির পক্ষ থেকে ডিসিডব্লিউকে জানানো হয়, প্রশাসনিক বিভাগ ও অর্থ ও পরিকল্পনা বিভাগের অনুমোদন ছাড়া ওই অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো সরকারের অতিরিক্ত আর্থিক দায়বদ্ধতার কোনও কাজ করবে না। এরপর ২০১৬ সালের ৫ অক্টোবর জেলা মহিলা কমিশনকে ফের জানানো হয়, এই ২২৩টি পদ সৃষ্টির জন্য লেফটেন্যান্ট গভর্নরের অনুমোদন নেই। দিল্লি মহিলা কমিশনের অতিরিক্ত ডিরেক্টরের জারি করা এই আদেশে আরও বলা হয়েছে যে নতুন নিয়োগের আগে প্রয়োজনীয় পদগুলির কোনও মূল্যায়ন করা হয়নি বা অতিরিক্ত আর্থিক বোঝার জন্য অনুমতি নেওয়া হয়নি। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন লেফটেন্যান্ট গভর্নরের কাছে জমা দেওয়া তদন্ত রিপোর্টের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

২০২৪ সালের জানুয়ারিতে কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেন স্বাতী মালিওয়াল। আম আদমি পার্টির হয়ে রাজ্যসভায় সাংসদ পদের জন্য তাঁকে মনোনীত করেন অরবিন্দ কেজরিওয়াল। যে ২২৩ জন কর্মীকে লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছেন, তাঁদের স্বাতী মালিওয়ালের আমলে রাখা হয়েছিল। এমন পরিস্থিতিতে স্বাতী মালিওয়ালের বিরুদ্ধে নিয়ম না মেনে কর্মী নিয়োগের অভিযোগ উঠছে। বলা হয়েছে যে কর্মীদের নিযুক্ত করার জন্য এনসিটি দিল্লি সরকারের কাছ থেকে কোনও প্রশাসনিক অনুমোদন এবং অর্থ ব্যয়ের অনুমোদন নেয়নি। আদেশে আরও বলা হয়, এমনকি পদে নিয়োজিত কর্মচারীদের কোনো ভূমিকা ও দায়িত্ব অর্পণ করা হয়নি।




spot_img

Related articles

এসআইআর চলাকালীন অশান্তি ঠেকাতে রাজ্যকে সতর্ক করল কমিশন

রাজ্যে চলমান এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার সময় সাম্প্রতিক অশান্তির ঘটনার পর নির্বাচন কমিশন রাজ্য সরকারের দিকে সতর্কবার্তা...

এসআইআর আতঙ্কের জের! শান্তিপুর ও নামখানায় মৃত ২

বাংলায় এসআইআর-বলির সংখ্যা দীর্ঘতর হচ্ছে। নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্তের জোরে প্রতিদিনই মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। নদিয়া ও দক্ষিণ...

মোদির সফরে বদলে গেল মালদহ টাউন স্টেশন! নিরাপত্তার চাপে প্রশ্নের মুখে জীবিকা

চিরচেনা কোলাহল, যাত্রীদের ভিড় আর হকারদের ডাক—এই দৃশ্যেই অভ্যস্ত মালদহ টাউন স্টেশন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra...

প্রহসনে পরিণত হয়েছে হেনস্থার এই হিয়ারিং! অভিযোগ জানিয়ে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলা জুড়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত শুনানি কার্যত হেনস্থার রূপ নিয়েছে—এই অভিযোগ তুলে শনিবার বিকেলে নির্বাচন কমিশনের...