Monday, November 3, 2025

ফের মাধ্যমিকে নজির নরেন্দ্রপুরের! আসল রহস্য জানালেন প্রধান শিক্ষক

Date:

মেধাতালিকার (Merit List) প্রথম দশেই জায়গা হবে, এমনটা অনেকেই ভাবেনি। কিন্তু বৃহস্পতিবার সকালে মাধ্যমিকের (Madhyamik) আনুষ্ঠানিক ফল ঘোষণার পরই ফের জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের (Narendrapur Ramkrishna Mission)। এদিন প্রথম দশের মেধাতালিকায় রয়েছে মোট ৫৭ জন। তার মধ্যে ছ’জন পড়ুয়াই মিশনের ছাত্র! প্রতিবছরই যে কোনও পরীক্ষা সে মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সাফল্য আকাশছোঁয়া‌। এবারও সেই ধারা বজায় রইল।

মেধাতালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে রামকৃষ্ণ মিশনের পড়ুয়াদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে নৈর্ঋতরঞ্জন পাল, প্রাপ্ত নম্বর ৬৯১। এরপর ষষ্ঠ স্থানে রয়েছে অলিভ গাইনের নাম, তার প্রাপ্ত নম্বর ৬৮৮। ৬৮৭ নম্বর পেয়ে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে আলেখ্য মাইতি। এছাড়া নবম স্থানে যুগ্ম ভাবে রয়েছে ঋত্বিক দত্ত এবং ঋতব্রত নাথ। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৫ এবং ৬৮৪ নম্বর পেয়ে দশম স্থান পেয়েছে শুভ্রকান্তি জানা। তবে প্রত্যেকেই জানিয়েছে, পরীক্ষায় আশানুরূপ ফল হলেও তাদের নাম যে একেবারে প্রথমদিকে আসবে তা ভাবতে পারেনি। তবে আগামীদিনে কৃতীদের মধ্যে কেউ চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও আমলা হওয়ার স্বপ্ন দেখে।


তবে এই পুরো সাফল্যের জন্য মিশনের সকল শিক্ষককেই ধন্যবাদ জানিয়েছেন কৃতীরা। প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ জানান, ছাত্রদের মোবাইল ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা যেমন একদিকে পরীক্ষার্থীদের জন্য ভালো ঠিক তেমনই সাফল্যের নেপথ্যে রয়েছে হস্টেলের নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version