Monday, August 25, 2025

কবে করা যাবে রিভিউ-স্ক্রুটিনির আবেদন? মাধ্যমিক পরীক্ষার্থীদের দিনক্ষণ জানাল পর্ষদ

Date:

বৃহস্পতিবারই প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার (Madhyamik) ফলাফল। আর ফলাফল সামনে আসতেই এবার রিভিউ (Review) ও স্ক্রুটিনি (Scrutinee) নিয়েও বড় ঘোষণা মাধ্যমিক শিক্ষা পর্ষদের (WBBSE)। বৃহস্পতিবার পরীক্ষার্থীরা তার জন্য আবেদন করবে তা পরিষ্কার করে জানিয়েছে পর্ষদ। জেনে নিন কী করতে হবে? প্রথমেই চলে যেতে হবে www.wbbsedeta.com-এ। সেই ওয়েবসাইটেই রিভিউ ও স্ক্রুটিনি নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। পাশাপাশি পর্ষদ সাফ জানিয়েছে যারা শুধুমাত্র পাশ করেছে তারাই এই সুযোগ পাবে। আর যেকোনো একটি বিষয়ে স্ক্রুটিনি করতে ৮০ টাকা খরচ হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে যারা ফেল করেছে তাদের জন্য থাকবে রিভিউয়ের ব্যবস্থা। ১০০ টাকা খরচ করে রিভিউ করা যাবে। তবে পর্ষদের তরফে সাফ জানানো হয়েছে,, স্ক্রুটিনি-রিভিউর জন্য স্কুলের প্রধান শিক্ষকের কাছে সাদা পাতায় লিখে আবেদন করতে হবে পড়ুয়াদের। সেখানে খরচ এবং রেজাল্ট জমা দিতে হবে। স্কুলই অনলাইনে এর জন্য আবেদন করতে পারবে। কোনো পরীক্ষার্থীই বাইরে থেকে বা একক দক্ষতায় এই কাজ করতে পারবে না। আগামী ১৮ মে পর্যন্ত এই আবেদন পাঠানো যাবে বলে খবর। তারপর কোনওভাবেই আবেদন গ্ৰহণ করা হবে না।

এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ৯,১০,৫৯৮। এর মধ্যে ৪,০৩,৯০০ জন ছাত্র এবং ৫,০৮,৬৯৮ জন ছাত্রী। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৫.৯ শতাংশ বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ কিংবা নকল করার অপরাধে বাতিল হয়েছিল ৪৬ জনের পরীক্ষা। ২ জন পরীক্ষার্থীর ফলাফল এখনও প্রকাশ করা হয়নি।

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...
Exit mobile version