রাজ্যপাল সিভিআনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজভবনের ওসির কাছে রাজভবনে কর্মরত এক মহিলা অভিযোগ জানিয়েছেন।জানা গিয়েছে, ২০১৯ সাল থেকে রাজভবনে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করেন ওই মহিলা। মহিলাকে চেম্বারে ডেকে শ্লীলতাহানি করার অভিযোগ।
তিনি অভিযোগ করেছেন, স্থায়ী চাকরির প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে। রাজভবনের পিসরুমে কাজ করতেন তিনি। এই মহিলাকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে আসা হয়েছে। তার কাছ থেকে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।