Monday, November 3, 2025

ক্রুণালের দাপটে রেকর্ড গড়ে শীর্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

Date:

দুরন্ত ক্রুণাল পান্ডিয়া(Krunal Pandya)। দিল্লি ক্যাপিটালসকে(DC) হারিয়ে নতুন রেকর্ড গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। আইপিএলের মঞ্চে একটানা ছটা অ্যাওয়ে ম্যাচ নতুন রেকর্ডের মালিক বিরাট কোহলিরা। দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে ৬ উইকেটে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বল হাতে এক উইকেট এবং ৭৩ রানের ঝোরো ইনিংস খেলে ম্যাচের সেরাও ক্রুণাল পান্ডিয়া(Krunal Pandya)। সেইসঙ্গে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএল পয়েন্ট টেবিলে শীর্ষেই রইল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন ৬ উইকেটে ম্যাচ জেতে আরসিবি।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। সুরু থেকেই এদিন দিল্লিকে চাপে ফেলে দিয়েছিল বেঙ্গালুরুর বোলাররা। বিশেষ করে ক্রুণাল পান্ডিয়ার(Krunal Pandya) চারটে ওভারই যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ওপেনিংয়ে ফাফ ডুপ্লেসিকেও শুরুর দিকেই সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কেএল রাহুল ৪১ রান করলেও বাকিরা কেউ সেভাবে বড় রান করতে পারেনি। শেষপর্যন্ত ১৬২ রানেই থেমেছিল দিল্লি ক্যাপিটালস।

আরসিবিও শুরুতেই ২৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকেই বিরাট কোহলি(Virat Kohli) ও ক্রুণাল পান্ডিয়ার পার্টনারশিপ গড়া শুরু। বিরাট কোহলি(Virat Kohli) ফেরেন ৫১ রানে। কিন্তু ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে তাঁর ১১৯ রানের পার্টনারশিপটাই জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল। ক্রুণালকে এদিন আর আউট করতে পারেনি দিল্লি। ৪৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে অপরাজিতই ছিলেন তিনি। ৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version