Tuesday, November 18, 2025

যত ভোট পাব তত গাছ লাগাবো, মনোনয়নের দিন বৃক্ষরোপনের বার্তা দেবের!

Date:

ঘাটাল লোকসভা কেন্দ্রের (Ghatal Loksabha Constituency) তৃণমূল প্রার্থী দীপক অধিকারী (Deepak Adhikari) ওরফে অভিনেতা দেব (Dev) আজ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দেন। তবে তার আগে সকালে রক্তদান শিবিরে (Blood Donation camp) নিজে রক্তদান করার পাশাপাশি তীব্র গরমের দাবদাহ থেকে বাঁচতে বৃক্ষরোপনের (Plantation) বার্তাও দেন। তারকা প্রার্থী বলেন, এবারের লোকসভা নির্বাচনে যত ভোট পাব, ঘাটালে তত গাছ লাগাব।

ঘাটালের খড়ার এলাকার স্বয়ম্বর লজে সাংসদ পরিবারের পক্ষ থেকে গ্রীষ্মকালীন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সকাল সকাল সেখানে উপস্থিত হন অভিনেতা দেব। রক্তদান শিবিরে তৃণমূল প্রার্থী বলেন, “গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের জন্য ক্রমশ গরম বাড়ছে। আমাদের প্রত্যেককে বিশ্ব উষ্ণায়ন রোধে এগিয়ে আসতে হবে। তাই আমি যদি ৭ লক্ষ ৮ লক্ষ ভোট পাই তাহলে আমি ততগুলোই গাছ লাগাব এখানে।” পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীদের এবং সাধারণ মানুষকেও বৃক্ষ রোপনের অনুরোধ করেন দীপক অধিকারী। সাধারণত গরমকালে যেভাবে রক্ত সংকট দেখা যায় সেই কথা মাথায় রেখে রক্তদান করার গুরুত্ব কতটা সেটাও সকলকে বোঝান অভিনেতা। সকালে এই কর্মসূচির পর বেলার দিকে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেব (Dev)। আগামী ২৫ মে ঘাটালে লোকসভা নির্বাচন।

 

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version