Tuesday, August 12, 2025

টি-২০ বিশ্বকাপে কেন দলে হার্দিক? মুখ খুললেন প্রধান নির্বাচক

Date:

সম্প্রতি ঘোষণা হয়েছে টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল। সেই দল নিয়ে ইতিমধ্যে উঠছে প্রশ্ন। নির্বাচকদের টিম সিলেকশন অনেকেই মেনে নিতে পারেননি। এক রিঙ্কুর সিং-এর বাদ পরা। দুই হার্দিক পান্ডিয়াকে শুধু দল নেওয়াই নয় তাকে রোহিতের ডেপুটি করা, সব নিয়ে উঠছে প্রশ্ন। আর এবার হার্দিক প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন প্রধান নির্বাচক অজিত আগারকার। এদিন মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের হেড কোয়ার্টারে এক সাংবাদিক সম্মেলন করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং নির্বাচক প্রধান অজিত আগারকার। সেখানেই হার্দিক প্রসঙ্গে মুখ খোলেন আগারকার।

এই নিয়ে আগারকার বলেন, “সহ-অধিনায়ক নিয়ে বিশেষ কিছু আলোচনা হয়নি আমাদের। আর ফর্ম! আপনারা চান সবাই সেরা ফর্মে থাকবে। এটাও ভাবা দরকার চোট সারিয়ে দীর্ঘ বিরতির পরে মাঠে ফিরেছে হার্দিক। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবকটি ম্যাচ খেলেছেও, এটা ভালো দিক। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে আমাদের হাতে এখনও প্রায় মাস খানেক সময় রয়েছে।” আগারকারের কথায় স্পষ্ট হার্দিক ছাড়া দ্বিতীয় কাউকে সহ-অধিনায়ক করার কথা মাথায় আনেননি তারা।

এদিকে দল নির্বাচনের ক্ষেত্রে আইপিএল কতটা ভূমিকা রয়েছে তা জানতে চাইলে আগারকার বলেন, “আইপিএল শুরু হওয়ার অনেক আগে থেকেই আমাদের আলোচনা হচ্ছিল। আমাদের মাথায় কয়েক জন ক্রিকেটারের নাম ছিল। তাদের পারফরম্যান্স ও ফিটনেসের দিকে আমাদের নজর ছিল। আমরা জানতাম যদি তিন মাসের মধ্যে কারও চোট লাগে, তাহলে বিকল্পও তৈরি রাখতে হবে। আমাদের চিন্তাভাবনা পরিষ্কার ছিল। ৮০ শতাংশ দল আমরা বেছেই রেখেছিলাম ।”

এদিকে বিশ্বকাপের দল নিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, “ আমি বেশি কিছু বলব না। কারণ, প্রতিপক্ষ দলও এই বৈঠকের দিকে নজর রাখবে। আমি বেশি স্পিনার চেয়েছিলাম। কারণ, সকাল ১০-১০.৩০ টায় খেলা শুরু। তাই কিছু বিষয় মাথায় রাখতে হয়। আমি চার জন স্পিনার ও তিন জন পেসার চেয়েছিলাম। হার্দিক চতুর্থ স্পিনারের কাজ করতে পারে। দু’জন স্পিনার ব্যাটটাও ভাল করে। এতে হাতে বিকল্প বেষি থাকে। যেমন পরিস্থিতি থাকবে তেমন দল খেলবে। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে প্রথম সাংবাদিক বৈঠকে আমি এই বিষয়ে আরও বেশি বলতে পারব।”

আরও পড়ুন- কোহলির স্ট্রাইক রেট নিয়ে এবার মুখ খুললেন রোহিত শর্মা এবং অজিত আগারকার, কী বললেন তারা?

Related articles

লোকসভায় গৃহীত বিচারপতি যশবন্ত ভর্মার ইম্পিচমেন্ট প্রস্তাব

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিচারপতি যশবন্ত ভর্মার (Yashwant Varma) ইম্পিচমেন্ট প্রস্তাব গৃহীত হল লোকসভায়। মঙ্গলবার, লোকসভার স্পিকার ওম বিড়লা...

মোদির ভুল নীতির মাশুল! ১৩ হাজার কোটি ক্ষতির মুখে গোটা দেশ

বছরের পর বছর ধরে ট্রাম্পকে বন্ধু দাবি করে সেই বিরাট ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র...

SIR-র বিরুদ্ধে প্রতিবাদ, হাইকোর্টের সামনেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা মহিলার! 

ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ কেন? মঙ্গলের সকালে হাইকোর্ট (Calcutta High Court) চত্বরেই এসআইআরের (SIR) প্রতিবাদে...

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই...
Exit mobile version