Friday, December 19, 2025

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, মোদি নীরব! ধুয়ে দিলেন মমতা

Date:

Share post:

হাইভোল্টেজ লোকসভা নির্বাচনের আবহে গরমের তীব্র দাবদাহকে উপেক্ষা করে টানা জনসভা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বর্ধমান পূর্ব লোকসভা আসনে রায়নায় নির্বাচনী প্রচারে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে প্রথমবার মুখ খুললেন মমতা। ধুয়ে দিলেন রাজ্যপালকে। রায়নার নির্বাচনী সভা থেকে সি ভি আনন্দ বোসকে নিশানা করলেন তিনি। বললেন, রাজভবনে একটা ছোট মেয়ের সঙ্গে কী করেছেন রাজ্যপাল। সেখানেই রাতে থেকে এলেন প্রধানমন্ত্রী। আমি মেয়েটির কান্নার ভিডিও দেখেছি।পরপর দুবার শ্লীলতাহানি হয়েছে। শ্লীলতাহানির অভিযোগের আবহে রাজভবনে মোদি রাত্রিবাস করলেও, কেন এ বিষয়ে একটি কথাও বললেন না সে প্রশ্নও ছুড়ে দেন মমতা।
এরই পাশাপাশি মমতা বলেন, গত দুবছরে আমরা দিয়েছি বিনা পয়সার রেশন। প্রধানমন্ত্রী শুধু মিথ্যা কথা বলছেন। বিনা পয়সার রেশন, বিদ্যুত, গ্যাস দিচ্ছে বলছেন। একটাও কেউ চোখে দেখতে পাইনি। এই মিথ্যার জবাব দিতে ভোট বাক্সে ভোটটা বন্ধ করে দিতে হবে, যাতে আর কোনওদিন ফিরে না আসতে পারে। মোদির নাম না করে বলেন, সবাই চোর উনি সাধুবাবা। তিনি বলেন, বর্ধমান শস্যভান্ডার।এখানকার চালের জিআই ট্যাগ পেয়েছি। লক্ষ্মীর ভান্ডারে টাকা বেড়েছে। যতদিন বাঁচবেন এই টাকা পাবেন মা বোনেরা। কেন্দ্র মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছে। ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। ব্লাড সুগারের ওষুধেরও দাম বেড়েছে।ওরা চাকরি বিক্রি করেছে, মানুষ বিক্রি করেছে, ধর্ম বিক্রি করেছে। আর কী করবে। দেশের সব টাকা লুঠ করেছে। এখন দেশ এবং সংবিধানকে শেষ করার খেলায় মেতেছে। ওরা ১০০ দিনের টাকা, আবাসের টাকা দিচ্ছে না। আমরা ৫০ দিনের কাজের গ্যারেন্টি দিচ্ছি। কেন্দ্রের ভরসায় বলে না থেকে আমরাই ১১ লক্ষ বাড়ির জন্য দুটো কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা আমরা দেব।




 

 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...