Saturday, August 23, 2025

বৃস্পতিবার সন্ধে থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় রাজ্য। আর তার মধ্যেই শুক্রবার বাংলা ছাড়লেন রাজ্যপাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) রাজভবন থেকে বেরোতেই তিনিও রাজভবন ছেড়ে রওনা দেন। সূত্রের খবর, গন্তব্য কোচি। যদিও রাজভবন সূত্রে দাবি, এটা পূর্ব নির্ধারিত সূচি। রাজভবন ছাড়ার আগে কর্মীদের উদ্দেশে একটি অডিও বার্তাও দেন রাজ্যপাল।

বৃহস্পতিবার রাজ্যপাল আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। রাজভবনের এক অস্থায়ী কর্মী এই অভিযোগ করেন। নিজেকে রাজভবনের অস্থায়ী কর্মচারী বলে দাবি করে ওই মহিলা বৃহস্পতিবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিন নরেন্দ্র মোদির বাংলায় বর্ধমান, কৃষ্ণনগর, বোলপুরে সভা মোদির। বৃহস্পতিবার রাতেই কলকাতা আসেন মোদি। রাতে থাকেন রাজভবনে। শুক্রবার সকাল ১০টা নাগাদ প্রধানমন্ত্রী রাজভবন থেকে বর্ধমানের উদ্দেশে রওনা হতেই ১০টা ৩৫ নাগাদ রাজভবন থেকে বেরোন রাজ্যপাল বোস। রাজনৈতিক মহলের মতে, বিতর্ক এড়াতেই বাংলা ছাড়লেন আনন্দ বোস। তবে, রাজভবন সূত্রে খবর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই গিয়েছেন রাজ্যপাল।


তবে, রাজভবন ছাড়ার আগে কর্মীদের উদ্দেশে একটি অডিও বার্তা দেন রাজ্যপাল। তাতে তিনি বলেন,
“রাজভবনের  প্রিয় কর্মীবৃন্দ
রাজভবন গোপন সূত্রে জানতে পেরেছে রাজনৈতিক শক্তি অশুভ উদ্দেশে রাজভবনে আরও একজনকে বসিয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে যাচাই করা হচ্ছে। এগুলি নিছক নির্বাচনী ছক আর কিছু নয়।”
বার্তার শেষে কর্মীদের উদ্দেশে ভাঙা বাংলায় রাজ্যপাল বলেন, “এ লড়াই, আমি লড়ব”।





Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version