Saturday, November 8, 2025

লেনদেনে অস্বচ্ছতা! আদানির ৬ সংস্থাকে দ্বিতীয় শোকজ নোটিশ সেবি-র

Date:

হিন্ডেনবার্গ রিপোর্টের জের এখনও কাটিয়ে উঠতে পারছে না আদানি গোষ্ঠী (Adani)। লেনদেনে অস্বচ্ছতার অভিযোগ আদানির ৬ সংস্থার বিরুদ্ধে। শুধু তাই নয় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-র নিয়ম লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে ওই সংস্থাগুলির বিরুদ্ধে। নোটিশ পৌঁছাতেই প্রভাব শেয়ার মার্কেটে (Share Market)। আদানি গোষ্ঠী ইতিমধ্যেই দুটি শোকজ (show cause) নোটিশ পেয়েছে। চলতি বছরের প্রথম ত্রৈমাসিক ভিত্তিতেই নোটিশগুলি পাঠানো হয়েছে। আদানি এন্টারপ্রাইজের তরফে জানানো হয়েছে, ৩ ধরনের অভিযোগ নিয়ে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বেআইনি লেনদেন, কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো এবং সেবির নিয়ম লঙ্ঘন করেছে ৬ সংস্থা।

যদিও আদানি গোষ্ঠীর পক্ষ থেকে কোন ছয় গোষ্ঠীকে নোটিশ জারি করা হয়েছে, তা প্রকাশ করা হয়নি। পাশাপাশি আদানি গোষ্ঠীর দাবি অর্থনৈতিক তথ্য সংক্রান্ত শো কজ নোটিশের কোনও প্রভাব তাঁদের বাস্তব প্রেক্ষিতে পড়বে না। তবে বাস্তবে তেমন প্রতিফলন হয়নি শেয়ার মার্কেটে। উল্টোই দেখা গিয়েছে শুক্রবার। সকাল থেকে আদানির শেয়ার কমে ০.১ থেকে ১.৬ শতাংশের মধ্যে দাঁড়ায়।

২০২৩ সালের জানুয়ারিতে আদানি গোষ্ঠীকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে হিন্ডেনবার্গ রিসার্চ (Hindenburg Research)। ১০০ পাতার ওই রিপোর্ট ঘিরে শুরু হয় ব্যাপক চর্চা। গলা চড়িয়েছিল দেশের তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। এরপর শেয়ার বাজারেও ধাক্কা খায় আদানি গোষ্ঠী। হিন্ডেনবার্গ রিপোর্টের পরই শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ানো এবং বেআইনি লেনদেনের মতো অভিযোগে ভারতীয় ধনকুবেরের সংস্থাকে বিরুদ্ধে তদন্ত শুরু করে সেবি। এবার এই নিয়েই আদানির সংস্থাগুলিকে নোটিশ পাঠিয়েছে সেবি।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version