Wednesday, August 20, 2025

বৃস্পতিবার সন্ধে থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় রাজ্য। আর তার মধ্যেই শুক্রবার বাংলা ছাড়লেন রাজ্যপাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) রাজভবন থেকে বেরোতেই তিনিও রাজভবন ছেড়ে রওনা দেন। সূত্রের খবর, গন্তব্য কোচি। যদিও রাজভবন সূত্রে দাবি, এটা পূর্ব নির্ধারিত সূচি। রাজভবন ছাড়ার আগে কর্মীদের উদ্দেশে একটি অডিও বার্তাও দেন রাজ্যপাল।

বৃহস্পতিবার রাজ্যপাল আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। রাজভবনের এক অস্থায়ী কর্মী এই অভিযোগ করেন। নিজেকে রাজভবনের অস্থায়ী কর্মচারী বলে দাবি করে ওই মহিলা বৃহস্পতিবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিন নরেন্দ্র মোদির বাংলায় বর্ধমান, কৃষ্ণনগর, বোলপুরে সভা মোদির। বৃহস্পতিবার রাতেই কলকাতা আসেন মোদি। রাতে থাকেন রাজভবনে। শুক্রবার সকাল ১০টা নাগাদ প্রধানমন্ত্রী রাজভবন থেকে বর্ধমানের উদ্দেশে রওনা হতেই ১০টা ৩৫ নাগাদ রাজভবন থেকে বেরোন রাজ্যপাল বোস। রাজনৈতিক মহলের মতে, বিতর্ক এড়াতেই বাংলা ছাড়লেন আনন্দ বোস। তবে, রাজভবন সূত্রে খবর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই গিয়েছেন রাজ্যপাল।


তবে, রাজভবন ছাড়ার আগে কর্মীদের উদ্দেশে একটি অডিও বার্তা দেন রাজ্যপাল। তাতে তিনি বলেন,
“রাজভবনের  প্রিয় কর্মীবৃন্দ
রাজভবন গোপন সূত্রে জানতে পেরেছে রাজনৈতিক শক্তি অশুভ উদ্দেশে রাজভবনে আরও একজনকে বসিয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে যাচাই করা হচ্ছে। এগুলি নিছক নির্বাচনী ছক আর কিছু নয়।”
বার্তার শেষে কর্মীদের উদ্দেশে ভাঙা বাংলায় রাজ্যপাল বলেন, “এ লড়াই, আমি লড়ব”।





Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...
Exit mobile version