তৃণমূল করার অপরাধে গৃহবধূকে শারীরিক নিগ্রহ, ধর্ষণের চেষ্টা! অভিযুক্ত বিজেপি

টেনেহিঁচড়ে মাটিতে ফেলে কাপড়, পোশাক ছিঁড়ে দেওয়া হয়। অভিযোগ পেয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ তদন্ত শুরু করেছে

এক গৃহবধূকে চুলের মুঠি ধরে মারধর-হেনস্থা! কাপড় ছিঁড়ে দেওয়ার অভিযোগ! এমনকী, ধর্ষণের চেষ্টা করা হয় বলেও ভয়ঙ্কর অভিযোগ। ওই গৃহবধূর অপরাধ, তিনি এলাকায় তৃণমূল করেন। তৃণমূলের সক্রিয় কর্মী। এমনই অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তরা সকলেই বিজেপির স্থানীয় নেতা ও কর্মী বলেই দাবি নিগৃহীতা ও তার পরিবারের লোকজনের। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ওই গৃহবধূ ও তার স্বামী থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত তিন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে। ঘটনা পুরশুড়ার চিলাডিঙি এলাকার।

তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শুভজিত মালিক, প্রসেনজিৎ মালিক ও হরেকৃষ্ণ মালিক। এঁরা প্রত্যেকেই এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। নিগৃহীতা গৃহবধূর অভিযোগ, “আমরা তৃণমূল করি। আর ওরা বিজেপি করে। ওখানে আমরাই একা তৃণমূল করি। তাই এই রাগে ওরা প্রায়শই এইভাবে অত্যাচার করে।”

ওই গৃহবধূ জানান, বৃহস্পতিবার বিজেপি কর্মী শুভজিত মালিক, প্রসেনজিৎ মালিক ও হরেকৃষ্ণ মালিক সহ একাধিক জন এসে তাঁর ছেলেকে বলে, জয় শ্রী রাম বল। গৃহবধূ প্রতিবাদ করেন। আর তাতেই ওনার ছেলেকে ব্যাপক মারধর করা হয়। পাশাপাশি ওই গৃহবধূকে অকথ্যভাবে অত্যাচার করে। টেনেহিঁচড়ে মাটিতে ফেলে কাপড়, পোশাক ছিঁড়ে দেওয়া হয়। অভিযোগ পেয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ তদন্ত শুরু করেছে।