আজ ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে নামছে কেকেআর, রোহিতকে নিয়ে আলাদা পরিকল্পনা নাইট শিবিরের

এই ম্যাচ নিয়ে কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার বলেন, “ওয়াংখেড়েতে প্রচুর রান হয়।

আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নাম কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএল-এ একেবারেই ভালো জায়গায় নেই মুম্বই। ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে হার্দিক পান্ডিয়ার দল। অপর দিকে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কলকাতা। শেষ ম্যাচে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় পেয়েছিল শ্রেয়স আইয়রের দল। এই ম্যাচেও সেই ধারা বজায় রাখতে মরিয়া কেকেআর বাহিনী।

এই ম্যাচ নিয়ে কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার বলেন, “ওয়াংখেড়েতে প্রচুর রান হয়। টি-২০ পিচের উপরেও অনেক কিছু নির্ভর করে। তাই মুম্বইয়ে খেলার অভিজ্ঞতা থাকলেই তাতে বড় উপকার হবে না। আমাদের ভাল খেলতে হবে। পরিস্থিতি অনুযায়ী ক্রিকেটারদের খেলার ধরনে বদল করতে হবে। যে দল ভাল খেলবে সেই দলই জিতবে।”

কলকাতার ব্যাটিং লাইন প্রশংসা পেলেও বারবার প্রশ্নের মুখে পরছে বোলিং লাইন। দু’বার ২০০ রানের বেশি করে হারতে হয়েছে কলকাতাকে।যদিও এই নিয়ে ভাবতে রাজি নন দলের সহকারী কোচ। তিনি বলেন, “বোলারেরা আরও ভাল বল করতে পারত। কিন্তু ইডেন গার্ডেন্সের যা উইকেট তাতে বোলারদেরও কিছু করার থাকে না। এবার ব্যাটারেরা দাপট দেখাচ্ছে। পুরো ২০ ওভার আগ্রাসী ব্যাটিং করছে। তাই বোলারদের সমস্যা হচ্ছে। তবে গত ম্যাচে আমরা যেমন বল করেছি মুম্বইয়ের বিরুদ্ধেও সেটা করার চেষ্টা করব। আশা করছি বোলারেরা নিজেদের কাজটা করতে পারবে।”

এদিকে রোহিতকে নিয়ে কেকেআরের আলাদা পরিকল্পনা রয়েছে তা জানাতে ভুললেন না অভিষেক নায়ার। তিনি বলেন, “ আমরা বাঁ হাতি পেসারের বিরুদ্ধে রোহিতের দুর্বলতার কথা জানি। হতে পারে এবার এখনও নিজের সেরা বল করতে পারেনি স্টার্ক, কিন্তু ওর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। রোহিতের বিরুদ্ধে স্টার্ক বড় ভূমিকা নিতে পারে। রোহিতকে নিয়ে আমাদের পরিকল্পনা তৈরি। মাঠে নেমে সেটা কাজে করতে হবে।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস